Barak UpdatesBreaking News

ইন্ডিয়া ক্লাব ইনডোরে যোগ দিবসের অনুষ্ঠানে পরিমল
Minister Parimal, DC Cachar among others in Yoga Day celebration at India Club Indoor stadium

২১ জুন : পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে কাছাড় জেলার কেন্দ্রীয় অনুষ্ঠান শুক্রবার শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পুরো অনুষ্ঠানের আয়োজন করে কাছাড় জেলা প্রশাসন।

Rananuj

সকাল ৭টা থেকে শুরু হয় যোগ প্রদর্শন ও অনুশীলন। এতে অংশ নেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই, জেলা সম্পাদক ক্ণাদ পুরকায়স্থ, জেলাশাসক লয়া মাদ্দুরি সহ বিশিষ্ট জনেরা। সবাইকে যোগ ব্যায়ামের কৌশল বুঝিয়ে দেন পতঞ্জলি যোগ সমিতির সুকুমার নাথ।

এর আগে এ দিন অংশগ্রহণে আগ্রহীদের নাম লেখানো শুরু হয় ভোর সাড়ে পাঁচটায়। সাড়ে ছটা থেকে শুরু হয় যোগ দিবসের অনুষ্ঠান। উদ্বোধনী পর্বে ছিল অতিথিদের সংবর্ধনা এবং বক্তৃতা প্রদান অনুষ্ঠান।

সাতটা থেকে আটটা পর্যন্ত যোগ প্রদর্শনী ও অনুশীলনের পর সকাল ৯টা থেকে আরম্ভ হয় যোগ প্রতিযোগিতা। এতে বিভিন্ন স্কুল ও সংগঠনের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker