Barak UpdatesBreaking News
শ্রীকোণায় হবে মিনি সচিবালয়Mini Secretariat to come up at Srikona
২ ফেব্রুয়ারিঃ বরাক উপত্যকার জন্য মিনি সচিবালয় শ্রীকোণায় নির্মিত হবে। সে জন্য জমি চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কাঁটাতারে ঘিরে দেওয়া হয়েছে মোট ১৫ বিঘা জমি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালেরর সফরসূচি চূড়ান্ত হলেই শিলান্যাসের তারিখ ঘোষণা করা হবে। তবু ১৫ বা ১৭ ফেব্রুয়ারি ধরে এগিয়ে চলেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিজেপির জেলা প্রশাসনও।
সর্বানন্দ সোনোয়ালের সরকার বরাক উপত্যকার জন্য মিনি সচিবালয়ের সিদ্ধান্ত নিতেই জমি খোঁজার কাজ শুরু হয়। প্রাথমিকভাবে সিটিভিওএ-র দখলে থাকা জমিকেই সবদিক থেকে উপযুক্ত বলে ভাব হয়েছিল। বিআরটিএফ এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ায় কাছাড় কলেজ সংলগ্ন জমিটিও জেলা প্রশাসনের দখলে চলে আসে। সবাই ভাবছিলেন, দুটোকে জুড়ে নিয়ে শহরের বুকে বিশাল এলাকা জুড়েই মিনি সচিবালয় গড়ে তোলা যাবে। শেষপর্যন্ত অবশ্য শহর সম্প্রসারণের ভাবনাকে মাথায় রেখে শ্রীকোণাকে বেছে নেওয়া হয়েছে বলে এক প্রশাসনিক সূত্র জানিয়েছেন।