Barak UpdatesBreaking News

আভার পৌষ ভোগালি মেলায় ব্যাপক সাড়া
Mini Assam recreated in ‘Posh-Bhogali Mela’ organised by AABHA

২৯ জানুয়ারি : সারা আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন অর্থাৎ আভার উদ্যোগে দু’দিনব্যাপী পৌষ ও ভোগালি মিলনমেলা শিলচর গান্ধীবাগে সোমবার শেষ হয়েছে। প্রথম দিন এই মেলার উদ্বোধন করেন শিলচরের পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর। সঙ্গে ছিলেন হারাণ দে, বাসুদেব শর্মা, পুরসভার ভাইস চেয়ারম্যান চামেলি পাল প্রমুখ।

মেলার উদ্বোধন করে পুরপতি বলেন, এ ধরনের মেলা আয়োজন বা সম্প্রীতির বাতাবরণ শুধু বরাক উপত্যকায় আয়োজন করলেই হবে না। বরাকের পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকার মানুষেরও এমন উদ্যোগ নিতে হবে। আর তখনই এমন মেলা সার্থক রূপ পাবে। এ দিন মিলনমেলার আয়োজক সংস্থা আভার সভাপতি বাসুদেব শর্মা বলেন, নাগরিকত্ব বিল ও অন্যান্য বিষয় নিয়ে আসামের একাংশ উগ্র জাতীয়তাবাদী শক্তি যখন রাজ্যকে অস্থির করে তুলেছে, তখনই সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা দিতে শিলচরে এ ধরনের পৌষ-ভোগালি মেলার আয়োজন করা হয়।

তাঁর কথায়, শুধুমাত্র দুটি ভাষিক গোষ্ঠীকে নিয়েই এই মেলা নয়, এতে সামিল হয়েছেন সব ভাষাভাষী মানুষ। দ্বিতীয় দিনও একইভাবে ছিল আলোচনা সভা। এতেও শহরের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, এই মেলায় বাঙালি ও অসমিয়া দুই ভাষিক গোষ্ঠীর সংস্কৃতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মেলায় হরেক রকম পিঠেপুলির স্টল দিয়েছেন উৎসাহীরা। মেলার মঞ্চ উৎসর্গ করা হয়েছে হেমাঙ্গ বিশ্বাস, কালিকাপ্রসাদ ভট্টাচার্য, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ও ভূপেন হাজরিকার নামে। শিলচর শহরের নতুন ও পুরনো শিল্পীরা এই মেলায় সঙ্গীত পরিবেশন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker