Barak UpdatesBreaking News

এনজিও-র হাতে মিড-ডে মিল, অব্যবস্থায় প্রথম দিন, সোমবার বৈঠক
Mid day meal in the hands of NGO, mass mismanagement on very 1st day

৩ নভেম্বরঃ সারা অসমের সঙ্গে কাছাড় জেলাতেও স্কুলের মিড-ডে মিল তৈরি ও পরিবেশনার দায়িত্ব এনজিও-কে প্রদান করা হয়েছে। কাছাড়ে এই দায়িত্ব পেয়েছে আকৃতি নামের এক এনজিও। সোনাবাড়িঘাট এলাকায় সে জন্য তাদের কেন্দ্রীয় রান্নাঘর তৈরি করা হয়েছে। কিন্তু শুক্রবার প্রথম দিনেই বিশৃঙ্খলা দেখা দেয়। দেড়টার আগে কোনও স্কুলে তারা দুপুরের খাবার পৌঁছাতে পারেনি। স্কুল ছুটির পরও কোনও স্কুলে মিডডে মিল নিয়ে হাজির হয়েছেন এনজিও-র কর্মীরা। তাও ডাল-ভাত-সবজির বদলে শুক্রবার তারা খিচুড়ি পরিবেশন করেন।

শিক্ষাবিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ললিতা রংপিপি বলেন, তিনিও অভিযোগ পেয়েছেন। প্রথমদিন বলে এই সমস্যা হয়েছে। তা দুয়েকদিনের মধ্যে মিটে যাবে বলে তিনি আশা করছেন। তাঁর দাবি, আগের চেয়ে এনজিও সিস্টেম অনেকটাই ভাল হয়েছে। বিশেষ করে, পুষ্টি ও স্বচ্ছতার দিকটা বিশেষ গুরুত্ব পাবে। তাঁরা নিজেরা নিয়মিত এর তদারকি করবেন। আকৃতিকে এই সময়ে শিলচর শহর ও শহরতলীর মোট ৩২০ স্কুলে মিডডে মিল প্রদানের বরাত দেওয়া হয়েছে।

আকৃতির-র কো-অর্ডিনেটর অরুণ জৈন সব দোষ স্বীকার করে নিয়ে জানান, রাধুনি ও সহায়িকাদের ধর্মঘটের জন্য প্রথম দিন সমস্যা হয়েছে। আলোচনার মাধ্যমে প্রশাসনকেই এর সমাধান বের করতে হবে। তাঁর কথায়, সে জন্য আগামী সোমবার তাঁরা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন। ধর্মঘট উঠে গেলে তাদের পরিকাঠামোতে কোনও সঙ্কট হবে না বলেই অরুণবাবু দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker