India & World UpdatesAnalyticsBreaking News
মানব সম্পদ উন্নয়ন দফতরের নাম বদলে শুধু ‘শিক্ষা দফতর’, সিদ্ধান্ত কেন্দ্রেরMHRD to be renamed as Ministry of Education: Union Cabinet
২৯ জুলাই : এখন থেকে দেশে মানব সম্পদ উন্নয়ন দফতর বলে কোনও বিশেষ দফতর থাকবে না। বুধবার কেন্দ্রীয় কেবিনেটের গ্রহণ করা এক ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের নাম বদল করে শুধু ‘শিক্ষা দফতর’ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে এই নাম পরিবর্তন করার প্রস্তাবে অনুমোদন জানানো হয়। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নেতৃত্বাধীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে এখন থেকে শুধুমাত্র শিক্ষা মন্ত্রক হিসেবেই জানা যাবে।
বুধবার কেন্দ্রীয় কেবিনেট নতুন শিক্ষানীতিতে অনুমোদন জানায়। ১৯৮৬ সালে গৃহীত জাতীয় শিক্ষা নীতির সংশোধন ঘটানো হয় ১৯৯২ সালে। এরপর প্রায় তিন দশক ধরে শিক্ষানীতির কোনও সংশোধন ঘটানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের মে মাসে জাতীয় শিক্ষানীতির আমূল পরিবর্তন ঘটানো হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে কেন্দ্রীয় কেবিনেট শিক্ষাক্ষেত্রের আমূল পরিবর্তনের লক্ষ্যে মানব সম্পদ উন্নয়ন দফতরের নাম পরিবর্তন করে নতুন শিক্ষানীতিতে অনুমোদন জানায়। প্রধানমন্ত্রী মোদি এ দিন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।