Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে বিনা চিকিতসায় মারা যাচ্ছেন অনেকে!
৬ অগস্টঃ করোনায় আক্রান্ত হলে চিকিতসা যাই মিলুক না কেন, অন্যান্য রোগের ক্ষেত্রে পরিস্থিতিটা ভয়াবহ। কোথায় যাওয়া, কার কাছে যাওয়া —-ওই সব প্রশ্নের উত্তর মেলে না। করোনার ভয়ে অনেকেই সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ এড়িয়ে চলতে চান। এর দরুন প্রতিদিন বাড়ি বা মেডিক্যালের পথে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এই সময়ে প্রতিদিন ৩-৪ জন এমন মৃতদেহ আসছে। বৃহস্পতিবার এই তথ্য জানান মেডিক্যাল কলেজের সুপারিন্টেন্ডেন্ট ডা. অভিজিত স্বামী।
তিনি জানান, এর দরুন মেডিক্যালের অন্য ধরনের কাজ বেড়ে যায়। কারণ বাড়িতে বা মেডিক্যালে আনার পথে মারা গেলে নিয়ম মেনে পোস্টমর্টেম করতে হয়। এমন মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় ফরেনসিক ডিপার্টমেন্টে চাপ বেড়ে গিয়েছে। এর ওপর আরেক সমস্যা, সকলের কোভিড টেস্ট করাতে হয়। কেউ নেগেটিভ হলে সাধারণ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয়, তেমন সমস্যা নেই। কিন্তু মুশকিল দেখা দেয় পজিটিভ মৃতদের ক্ষেত্রে। তাদের পিপিই কিট পরে পোস্টমর্টেম করতে হয়, যা কষ্টসাধ্য। তাই পুলিশে মামলা না গড়ালে তাদের পোস্টমর্টেম করা হচ্ছে না। ডা.স্বামীর কথায়, তাদের সবার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়, নিউমোনিয়া উইথ পজিটিভ। এগুুলো আর স্টেট ডেথ অডিট বোর্ডে পাঠানো হচ্ছে না। এর পরও পুলিশের মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম করতেই হচ্ছে তাদের।
আর পজিটিভও কম আসছে না। অভিজিতবাবু বলেন, স্ট্রোকে মারা গিয়েছে, তারও টেস্ট রিপোর্ট পজিটিভ হচ্ছে। সাপে কামড়ালেও একই অবস্থা।