Barak UpdatesBreaking News
কালাইনে বিদ্যুত বিভাগের মিটার রিডাররা আন্দোলনেMeter Readers of Kalain goes on strike
৩ আগস্ট: সারা আসাম অস্থায়ী বিল ক্লার্ক মিটার রিডার কর্মী সংস্থার আহ্বানে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির কালাইন সাবডিভিশনের কর্মীরাও এই আন্দোলনে সামিল হলেন। প্রথম পর্যায়ের আন্দোলন শুরু হয় ২ আগস্ট সকাল ৯ টা থেকে। শেষ হয় ৩ আগস্ট বিকাল ৫ টায়। চাকরি নিয়মিত না করার প্রতিবাদে কর্মীরা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান।
বিদ্যুৎ বিভাগের কর্মীরা জানান, তাদের চাকরি নিয়মিত করার জন্য ২৮ এপ্রিল নতুনদের আলাদা আলাদা ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। সংস্থা ৩১ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষণার দাবি জানায়। বিভাগীয় কর্তৃপক্ষকে একটি স্মারকপত্রও প্রদান করে সংস্থা। ৬ আগস্ট হবে ৮ ঘন্টার অসহযোগ আন্দোলন। ৯ আগস্ট ৬ ঘন্টার ধর্ণা। এতেও যদি বিভাগীয় কর্তৃপক্ষ চাকরি নিয়মিত না করেন তা হলে অস্থায়ী কর্মীরা অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে নামবেন বলে জানান।