Barak UpdatesBreaking News

কম্পিটিটিভ এগজামের কোচিং সেন্টার শিলচরে
Coaching Centre for competitive exams opened at Silchar

১০ অক্টোবর: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিলচরে কোচিং সেন্টার খুলল রামানুজন’স৷ রাঙ্গিরখাড়ি পেট্রল পাম্পের কাছে খোলা হয়েছে এই সেন্টার৷ ত্রিপুরার ট্রাস্ট বাণিজ্যিক ভিত্তিতে এই উদ্যোগ নিলেও মেন্টর হিসেবে এগিয়ে এসেছেন কাছাড় জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার মারিয়া তানিম৷ তিনি সর্বশেষ এসিএস পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছেন৷ বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে মারিয়া বলেন, ভাল উদ্যোগ নিয়েছে এই ট্রাস্ট। নানা কারণে বাইরে গিয়ে অনেকের পক্ষে কোচিং নেওয়া সম্ভব হয় না। এই অঞ্চল থেকে এসিএস বা এপিএসে  উতরানোদের সংখ্যা কম হওয়ার এ এক অন্যতম কারণ। শিলচরে কোচিংয়ের সুবিধে মিললে অনেকেই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য ভাল প্রস্তুতি নেবেন বলে তিনি আশা করছেন। মারিয়া নিজে একদিন এখানে বিনা ফি-তে ক্লাশ নেবেন বলে জানিয়েছেন রামানুজনস-এর শিলচর সেন্টার ইনচার্জ শাহনওয়াজ খান।

২০১৭ সালে ধর্মনগর খেকে রামানুজনস-এর যাত্রা শুরু। পরে এরা তৈরি করেন কুমারঘাট, কৈলাশহর ও কাঞ্চনপুর শাখা। সবকটি ত্রিপুরায়। গত বছর হাইলাকান্দি দিয়ে তাদের বরাক উপত্যকায় প্রবেশ। এ বার শিলচরে হচ্ছে ট্রাস্টের ষষ্ঠ শাখা।

শাহনওয়াজের কথায়, শুধু ধর্মনগর ও শিলচর থেকেই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য প্রস্তত করা হবে। অন্য শাখায় অন্যান্য পরীক্ষা্য় বসার জন্য কোচিং হয়। সিভিল সার্ভিসের জন্য তাদের বিশেষত্ব মজবুত গ্রন্থাগার। প্রয়োজনীয় পুস্তকের আধুনিকতম সংস্করণ তারা সংগ্রহ করে গ্রন্থাগারে রাখবেন। ১২ ঘণ্টা ওই গ্রন্থাগার খোলা থাকবে। এ ছাড়া, নভেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটি মাসিক বুলেটিন তাঁরা প্রকাশ করবেন।

শাহনওয়াজ জানান, সুপার থার্টি ফাইভ বাছাই করে তাদের ৯ মাসের কোর্সে পরীক্ষার উপযুক্ত করে তোলা হবে। ৬ মাসে নেওয়া হবে প্রিলিমিনারি টেস্ট। শুধু ৬ মাসের জন্যও কেউ ভর্তি হতে পারেন। সে ক্ষেত্রে তাঁকে ২৮ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে। পুরো ৯  মাসে দেবেন ৪৫ হাজার। সঙ্গে ১৮ শতাংশ জিএসটি। আগামী ২০ অক্টোবর একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রাখা হয়েছে। কোর্স শুরু হবে ১ অক্টোবর থেকে। এরই মধ্যে ৮ জন সেন্টারে ভর্তি হতে নাম লিখিয়েছে বলে জানিয়েছেন ইনচার্জ শাহনওয়াজ খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker