NE UpdatesBarak UpdatesBreaking News
কাছাড়ের হাতির মাংসে মিজোরামে ভুরিভোজ, মালিককে নোটিশMass feast on meat of dead elephant in Mizoram, it’s owner at Cachar gets notice
১৯ জুলাইঃ কাছাড়ের ‘লক্ষ্মী’ ভাড়া খাটতে গিয়েছিল মিজোরামে। আর ফিরে আসেনি। সেখানেই তার মৃত্যু হয়। এ পর্যন্ত সব নীরবেই মিটে যাচ্ছিল। কিন্তু মুশকিল হল, মৃত হাতির মাংসে ভুরিভোজ করে মিজোরামের কানমুন এলাকার মানুষ। আনন্দে কেউ ছবি তুলছিলেন, কেউ ভিডিও করে ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই বিপত্তির সূচনা।
পশুপ্রেমীরা এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। খোঁজখবর শুরু হয়, কোথাকার হাতি, কীভাবে মারা গিয়েছে। বেরিয়ে আসে, কানমুনের পু খোয়ালহিনাইর কাছে ভাড়া গিয়েছিল ‘লক্ষ্মী’। মালিক অসমের কাছাড় জেলার সোনাই এলাকার মোহাম্মদ মুস্তাফা আহমেদ লস্কর। অসমের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গৃহজেলার হাতি নিয়ে এমন কাণ্ড!
কাছাড়ের ডিএফও সান্নিদেও চৌধুরী জানিয়েছেন, হাতিমালিকের খোঁজ পেয়েছেন তাঁরা। বিনা অনুমতিতেই ৪৭ বছরের লক্ষ্মীকে মিজোরামে পাঠানো হয়েছিল। তাই মোস্তাফা আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে হাতির মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট মিজোরাম থেকে এনে দিতে বলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাঁরা। কারণ খোয়ালহিনাই-র দাবি, হৃদরোগে মারা গিয়েছে লক্ষ্মী।
অন্যদিকে, পশুপ্রেমীদের অভিযোগ, অতিরিক্ত কাঠের লগ টানাটানির দরুন তার মৃত্যু হয়েছে। ডিএফও চৌধুরী বলেন, কারণ যা-ই হোক, মোস্তাফা আহমেদকে নোটিশ পাঠানো হয়েছে। হাতিটিকে মিজোরামে পাঠিয়ে বন ও পরিবেশ আইন লঙ্ঘন করেছেন তিনি। মৃত হাতিকে কেটে খাওয়াও অপরাধ বলে উল্লেখ করে চৌধুরী জানান, এ ব্যাপারে তারা কিছু করতে পারবেন না। মিজোরামের বনবিভাগই ব্যবস্থা নিতে পারে।