Barak UpdatesBreaking News

শিক্ষকরা বয়কটে, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক হয়নি
Marks to be finalised after students approval ! AUTA-ACTA opposes & boycott Academic Council Meeting of Assam Univ

২৭ সেপ্টেম্বরঃ না, শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক হয়নি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা পূর্ব সিদ্ধান্ত অনুসারে বৈঠক বয়কট করেন। এর দরুন উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক সহ বাইরে থেকে আসা নমিনি-সদস্যরা আধঘণ্টা বসে থাকেন। পরে কোরামের অভাবে সভা বাতিল করতে হয়।

Rananuj

গত ২৩ জুলাইর অ্যাকেডেমিক কাউন্সিলের বৈঠকের শেষপ্রান্তে স্কুল অব টেকনোলজির একদল ছাত্র দরজা-জানালা বন্ধ করে দিয়ে কাউন্সিল সদস্যদের পণবন্দি করে রাখে। পরে উপাচার্যের সঙ্গে কথা বলে তাঁরা নিজেদের দাবি আদায় করে নিয়েছিল। উপাচার্য দিলীপচন্দ্র নাথ মেনে নেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা দেখার পর ছাত্রদের তা আগে দেখানো হবে। তারা ঠিকঠাক দেখা হয়েছে বললেই মার্ক তোলা হবে মার্কশিটে। এ ছাড়া, যত খুশি ব্যাক থাকলেও পরীক্ষায় বসার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে না বলেও সিদ্ধান্ত নিয়ে নেন দিলীপবাবু। শুক্রবারের বৈঠকে তাতে অনুমোদন নেওয়ার কথা ছিল।

আসাম বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন (আউটা) আগেই চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছিল, ২৩ জুলাই যে ঘটনা ঘটেছে, একে সভা বলা যায় না। তাই সে দিনের সভাকে বাতিল ঘোষণা করতে হবে। এই দাবি যতদিন মানা হবে না , তারা অ্যাকাডেমিক কাউন্সিলের কোনও বৈঠকে যাবেন না। আসাম কলেজ শিক্ষক সংস্থার আঞ্চলিক কমিটিগুলিও তাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করে। তারাও এ দিন কাউন্সিলের বৈঠক বয়কট করেন। আউটা-র এক সূত্রে জানা গিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা না দেখারই সিদ্ধান্ত নিতে চলেছেন। তাদের কথায়, ছাত্রদের দেখিয়ে যদি নম্বর চূড়ান্ত করতে হয়, তবে তাঁরা খাতাই দেখবেন না। কলেজ শিক্ষকরাও সে ক্ষেত্রে অনুরূপ সিদ্ধান্ত নিতে পারে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় এ ব্যাপারে মুখ খুলতে চাননি। শুধুমাত্র জানান, আমি মুখপাত্র নই।

27 September: The 86th Academic Council (AC) Meeting scheduled to be held on Friday gave a deserted look as no teacher from the university and affiliated colleges attended it. Even the college Principals were not present in the meeting venue. As per the decision adopted by Assam University Teachers’ Association (AUTA), none of its members attended the AC Meeting. As such, the Vice Chancellor along with the statutory officers and external members waited alone at the Bipin Chandra Pal Seminar Hall of the varsity. Finally, due to lack of quorum, the AC Meeting was cancelled.

On 23 July, 2019, when the 85th Academic Council Meeting was on the verge of completion, a group of students belonging to the School of Technology (SOT) of the varsity locked the main gate of Bipin Chandra Pal Seminar Hall and did not allow any members of the AC to go out. Later on, with the intervention of a few statutory officers, 2 students were allowed by the Vice Chancellor inside the meeting hall and given chance to speak. There in a loud voice they demanded that henceforth before entering the marks obtained by the students in the marks foil, the students should have to be shown their evaluated answer scripts. If the students are not satisfied with the marks given by the Paper Examiner, then they would demand for re-checking the same. It was only after the full satisfaction of the students that their marks would be entered in the marks foil by the concerned teacher.

Such a demand was vehemently opposed by the teachers present in the meeting. The agitating students made it clear that until and unless their demand was fulfilled, they will not open the main gate of the Seminar Hall. The Vice Chancellor agreed to the demand of the students. It needs mention here that though only the students of SOT raised this demand to be implemented only in their school, but the Vice Chancellor resolved to implement the procedure of showing evaluated answer scripts to the students before entering marks in the foil across all the departments of Assam University including the Diphu campus.

On 27 September, 2019, the 86th Academic Council meeting was convened wherein the controversial resolution was supposed to be read and confirmed. Meanwhile, AUTA took strong objection of this resolution and even wrote to the Vice Chancellor to revoke this decision. They clearly mentioned that the manner in which a section of the students hijacked a meeting of the statutory body like the Academic Council was most objectionable. They urged upon the Vice Chancellor that if the said resolution was not withdrawn than AUTA will be boycotting the next AC Meeting. AUTA also appealed to the Cachar & Karimganj-Hailakandi Zonal Committees of Assam College Teachers’ Association (ACTA)to extend their cooperation and boycott the 86th AC Meeting. ACTA gave full support to AUTA and refrained from attending the AC.

A source within AUTA revealed that they may even go the extent of not evaluating the answer scripts, if that particular resolution was not declared null and void. They are of the view that if they are to finalise the marks after showing the scripts to the students, then they will not go for paper evaluation. The College teachers also assured all cooperation to AUTA on this issue. Meanwhile, when contacted, Controller of Examinations Dr. Suprabir Dutta Roy did not want to comment on this issue. He informed that he was not the mouthpiece of the University

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker