Barak UpdatesBreaking News

কাটিগড়ার নরপতি গ্রামে স্বাস্থ্য শিবির
Health Camp held at Narapati village in Katigorah

৪ আগস্ট : এআইডিএসও, কমসোমল ও পিপলস সায়েন্স সোসাইটির উদ্যোগে রবিবার কাটিগড়ার চণ্ডীনগর চতুর্থ খণ্ডের বন্যাক্রান্ত নরপতি গ্রামের কালী মন্দির প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়া মডেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সানাউল আলম। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিশিষ্ট সমাজকর্মী সিরাজুর রহমান বড়ভুঁইয়া সহ এআইডিএসও’র প্রেমানন্দ দাস, অজয় দাস, তুতন দাস, আশুতোষ দাস ও কমসোমলের পক্ষ থেকে অরূপ মালাকার।

সেখানে বন্যাক্রান্ত মোট দু’শতাধিক রোগীকে পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ ও ‘ওআরএস’ বিতরণ করা হয়। উল্লেখ্য, রোগীরা মূলত চর্ম রোগে আক্রান্ত ছিলেন। শিবিরের শুরুতে সেখানে সমাজকর্মী সিরাজুর রহমান বড়ভুঁইয়া বন্যা পরিস্থিতিতে পানীয় জলের সদব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে জল ফুটিয়ে পান করতে পরামর্শ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker