Barak UpdatesBreaking News

মঙ্গলবার লোকতন্ত্র সেনানী সংঘের কালো দিবস
‘Loktantra Senani Sangh’ to observe Black Day on 25 June

২৪ জুন : লোকতন্ত্র সেনানী সংঘ কালো দিবস পালন করছে ২৫ জুন। সংঘের কাছাড় জেলা কমিটিও এ উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজিত হবে মঙ্গলবার নরসিংপুর ভোলানাথ আশ্রমে। কর্মসূচি শুরু হবে বিকেল ৩টা থেকে।

Rananuj

এক প্রেস বিবৃতিতে সেনানী সংঘ জানায়, ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তখন লক্ষ লক্ষ আরএসএস কর্মকর্তা, সমাজসেবী সহ বহু সচেতন নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। জেলবন্দি করে রাখা হয়েছিল তাঁদের। এমন ঘোষণা করে রীতিমতো গণতন্ত্রকে হত্যা করেছিলেন ইন্দিরা গান্ধী। তাই এই অভিশপ্ত দিনকে ও গণতন্ত্র বিরোধী সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে ২৫ জুন কালো দিবস পালন করা হচ্ছে সংঘের পক্ষ থেকে। সেনানী সংঘের সব সদস্যকে এই আয়োজনে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker