Barak UpdatesBreaking News

হাতিখিরা বাগানে লকআউট অব্যাহত, ১৯ দিনে ২ জনের মৃত্যু
Lockout continues at Hathikhira Tea Estate, 2 died in last 19 days

১৪ অক্টোবরঃ মহাষ্টমীর রাতে মারা গেছেন দেওরাজ কর্মকার। লক্ষ্মীপূর্ণিমার ভোরে প্রাণ হারিয়েছেন সোনামণি সতনামি। বিনা চিকিতসায় মৃত্যুর কাছে প্রায় আত্মসমর্পণই করলেন করিমগঞ্জ জেলার হাতিখিরা চা বাগানের দুই শ্রমিক।

Rananuj

পূজা বোনাস নিয়ে অসন্তোষ দেখা দিলে ২৬ সেপ্টেম্বর মালিকপক্ষ বাগানে লকআউট ঘোষণা করে। পুজোয় তাই শ্রমিকদের অর্ধাহারে দিন কাটে। এখন সংসার টানাই দায়। শিশুসন্তানদের নিয়ে প্রায় না খেয়েই কাটাতে হচ্ছে। এতেই বাড়ছে রোগের প্রকোপ। সোনামণির স্বামী শ্রীমন্ত সতনামি বলেন, ওষুধ খাওয়াব কোথা থেকে! চাল নেই ঘরে কয়দিন ধরে। লকআউট চলতে থাকলে আরও শ্র‌মিক‌ের মৃত্যু হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিযে‌ছে, বাগান কর্তৃপক্ষ প্রথমে বিবাদ মিটিয়ে নেওয়ার কথায় সাড়া দেয়নি। এখন অবশ্য ২৩ অক্টোবর ত্রিপাক্ষিক বৈঠকে সম্মত হয়েছে। তাদের আশা, সে দিনই সমাধান সূত্র বেরিয়ে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker