India & World UpdatesAnalyticsBreaking News

উঠছে না লকডাউন ! বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর
Lockdown to continue! PM hints after meeting with political parties

৮ এপ্রিল : গোটা দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ যে পর্যায়ে রয়েছে, তাতে এই মুহূর্তে লকডাউন তুলে দেওয়ার সম্ভাবনা নেই। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে আগামী ১৪ এপ্রিলের পরও গোটা দেশে লকডাউন থাকার সম্ভাবনাই প্রবল।

বর্তমানে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে। এই ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৫০ জন। এই পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়া হলে তা আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এর মধ্যেই কয়েকটি রাজ্য লকডাউন না তোলার পক্ষে নিজেদের মতামত জানিয়েছে। ফলে খুব সম্ভব সে পথেই হাঁটতে চলেছে কেন্দ্র সরকার।

প্রধানমন্ত্রী এ দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এক বৈঠকে মিলিত হয়েছেন। সর্বদল বৈঠকে সব জাতীয় ও আঞ্চলিক দলের প্রতিনিধিরা তাঁদের মতামত জানানোর পর প্রধানমন্ত্রী তাঁর মত দেন। তিনি বলেন, ‘লকডাউন তুলে নেওয়া মোটেই সহজ ব্যাপার নয়। বরং লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং-ই একমাত্র রাস্তা যা দিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করা যেতে পারে। প্রধানমন্ত্রীর কথায়, গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশই লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের পথে হাঁটছে। আপনারাও (অন্যান্য রাজনৈতিক দলের নেতারা) পরামর্শ দিয়েছেন লকডাউন তুলে নেওয়া ঠিক হবে না। ধাপে ধাপে এর থেকে বোরোতে হবে। তা ছাড়া জেলা শাসকদের থেকে সরকার যে রিপোর্ট পাচ্ছে, তাতেও বোঝা যাচ্ছে এখনই লকডাউন তুলে নেওয়া উচিত নয়।’ মোদি জানান, আগামী শনিবার এ ব্যাপারে মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আবার কথা বলবেন। সরকারের মধ্যেও উচ্চ পর্যায়ের কমিটিতে আলোচনা হবে। তারপর সরকার জানাবে যে, আগামী দিনে কী কী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker