Barak UpdatesBreaking News
বিশ্ব ডায়াবেটিস দিবসে চিকিৎসকদের সংবর্ধনা লায়ন্স গ্রেটারেরLions Greater felicitates physicians on the occasion of World Diabetes Day
১৬ নভেম্বর: বিশ্ব ডায়াবেটিস দিবস ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে পালন করল লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার। ১৪ নভেম্বরের এই দিনে সচেতনতামূলক পর্ব, স্বাস্থ্যশিবির, সুগার পরীক্ষা ইত্যাদি কর্মসূচি করেছে বিভিন্ন সংগঠন। তবে, আলাদা উদ্যোগ ছিল ক্লাব গ্রেটারের।
তাঁরা ওইদিন ডায়াবেটিস বিশেষজ্ঞদের সম্মান জানায়। ক্লাবের কর্মকর্তারা চিকিৎসকদের উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে সংবর্ধনা জানান। চিকিৎসকদের মধ্যে ছিলেন গিরিধারী কর, সতীশ সূত্রধর, প্রদীপকুমার চক্রবর্তী, ওয়াই এন সিংহ, এডি দত্ত চৌধুরী ও নিশান্ত ঠাকুরিয়া। শিলচর সিভিল হাসপাতালে গিয়ে এই সংবর্ধনা দেওয়া হয় চিকিৎসকদের।পাশাপাশি সিভিল এর আমসা ভবনে আয়োজিত সাউদার্ন অসম ডায়াবেটিস ফোরামের অনুষ্ঠানেও অংশ নেয় ক্লাব।
ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত, সম্পাদক অনুপ দত্ত, প্রশাসক শ্রীদীপ কর, কোষাধ্যক্ষ দেবরাজ ধর, দুই কার্যনির্বাহী সদস্য অভ্রদীপ চক্রবর্তী ও সুদীপ পাল।
সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, ডায়াবেটিস নিরাময়ে সাউদার্ন অসম ডায়াবেটিস ফোরাম নিয়মিত কাজ করছে। তাই ফোরামের ক’জন সক্রিয় চিকিৎসককে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ ক্লাব। গোটা বরাককে ডায়াবেটিস মুক্ত করতে এসব বিশেষজ্ঞদের অবদান অপরিসীম বলে উল্লেখ করেন সব্যসাচী।