India & World UpdatesAnalyticsBreaking News
চিনকে বয়কট করা হোক, ট্যুইট বার্তা রামদেবেরLet’s boycott Chins, tweets Swami Ramdev
৫ এপ্রিল : এ বার চিনের বিরুদ্ধে সরব হলেন যোগগুরু রামদেব। করোনা ভাইরাস ছড়ানোর জন্য চিনকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বয়কট করার দাবি তুললেন তিনি। এক টুইট বার্তায় রামদেব লিখেছেন, আন্তর্জাতিক স্তর থেকে চিনকে বয়কট করা হোক। ভারতও যাতে এ ব্যাপারে কূটনৈতিক পদক্ষেপ নেয়, সেই দাবিও জানিয়েছেন পতাঞ্জলির কর্ণধার।
रामदेव ने पूरी दुनिया से कहा- चीन का किया जाए बहिष्कारhttps://t.co/t4V5gnLhuq
— aajtak (@aajtak) April 4, 2020
রামদেব টুইটে লিখেছেন, ‘চিন অমানবিক কাজ করেছে। সারা পৃথিবীকে বিপদের মুখে ফেলে দিয়েছে ওরা। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ওদের বয়কট করে শাস্তি দেওয়া হোক।’ টুইটে যোগগুরু এও লিখেছেন, ‘ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। চিনকে বয়কটের ব্যাপারে এক্ষুণি কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত।’ চিনের উহান প্রদেশেই প্রথম করোনা সংক্রমণ শুরু। ডিসেম্বর-জানুয়ারিতে যে ভাইরাস ছিল চিনের ভৌগলিক সীমানায় আবদ্ধ এপ্রিলে সেই কোভিড-১৯ সারা পৃথিবীর ২০০-র কাছাকাছি দেশের ত্রাস। সারা ইউরোপে মৃত্যু মিছিল চলছে। ভাইরাসের ছোবলে আমেরিকাতেও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে।
कोरोना के खिलाफ यही संकल्प शक्ति देशवासियों के लिए बड़ा संबल बनेगी।#9pm9minute https://t.co/eZUEvptXqR
— Narendra Modi (@narendramodi) April 5, 2020
এর আগে একাধিক দেশ চিনকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ বলে কটাক্ষ করেছিলেন। পরে যদিও চিনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন ট্রাম্প। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কেও চিনের এজেন্ট বলে তোপ দেগেছে কোনও কোনও দেশ। দু’দিন আগেই জাপান বলেছিল, হু-এর বদলে নাম রাখা হোক চো (CHO)। কারণ তাদের বক্তব্য, করোনা সংক্রমণ নিয়ে শুরু থেকে চিনকে হাওয়া দিচ্ছে হু।