India & World UpdatesBreaking News
গ্রেনেড বিস্ফোরণ : ফের পুলিশ রিমান্ডে জাহ্নবী-প্রাণময়Grenade Blast: Jahnnabi-Pranmoy again taken in police remand
৩১ মে : গুয়াহাটির জু রোডে গ্রেনেড বিস্ফোরণে অভিযুক্ত প্রাণময় রাজগুরু ও জাহ্নবী শইকিয়াকে পুনরায় ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে গুয়াহাটি পুলিশ। এর আগে ২৭ মে পুলিশের হেফাজত থেকে তাদের নিয়ে আসা হয়। তবে ঘটনাস্থলের নীল নকশা প্রস্তুত করা এবং অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য অভিযুক্ত প্রাণময় ও জাহ্নবীকে অতিরিক্ত চার দিনের হেফাজতে নেওয়ার জন্য শুক্রবার অনুমতি দিয়েছে আদালত।
জাহ্নবীর আইনজীবী ভাস্কর দেও কোওর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জব্দ করা অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক কোথা থেকে ক্রয় করা হয়েছিল সে সম্পর্কে পুলিশ তদন্ত করবে। যেহেতু বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন রয়েছে, তাই ৩০ দিন পর্যন্ত পুলিশের হেফাজত মেনে নেওয়া যেতে পারে।
আইনজীবী আশা প্রকাশ করেন, এই চারদিনের মধ্যে জাহ্নবী ও প্রাণময়ের জেরার প্রক্রিয়া শেষ হবে। তবে বিস্ফোরণে অভিযুক্ত অন্যদের ইতিমধ্যেই কারাগারে প্রেরণ করা হয়েছে। আইনজীবী জানান, আদালত তাদের পরিবারকে সাক্ষাতের অনুমতি দিয়েছে।