Barak Updates
যোগাভ্যাসেই মন নিয়ন্ত্রণ সম্ভব, পড়ুয়াদের অধ্যক্ষ বিভাস দেব
জিসি কলেজ-ভক্তিধাম সহ আবাসিক বালক বিদ্যালয়ে নিরাময়ের দশম যোগ দিবস
ওয়ে টু বরাক, ২২ জুন : জীবনে সফল হতে গেলে মনকে নিয়ন্ত্রণ করা খুব আবশ্যক। সময় ও পরিস্থিতির নিরিখে কোনটা গুরুত্বপূর্ণ, তা বোঝাও প্রয়োজন। যোগাভ্যাস কিন্তু এই দুই দিকেই একজনকে পাকাপোক্ত করতে পারে। নিরাময়ের উদ্যোগে জিসি কলেজে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. বিভাস দেবের। তিনি বলেন, আজকাল পড়াশোনা অনেক প্রতিযোগিতামূলক। ফলে একটা বাড়তি চাপ সবসময় পড়ুয়াদের সঙ্গী হয়ে থাকে। আর এই চাপযুক্ত জীবনকে মসৃণ করতে গেলে যোগাভ্যাস জরুরি। উপস্থিত পড়ুয়াদের নিয়মিত যোগ অনুশীলনের আহবান জানান তিনি।
শিলচর জিসি কলেজ যোগ সেন্টার ও নিরাময় যোগ শিক্ষা সংস্থানের যৌথ ব্যবস্থাপনায় এনসিসির সক্রিয় সহযোগিতায় জিসি কলেজ প্রেক্ষাগৃহে দশম যোগ দিবসের অনুষ্ঠান হয় শুক্রবার। শুরু হয় সকাল সাড়ে ছ’টায়। এতে পড়ুয়া, এনসিসি ক্যাডেট, আধিকারিক সহ তিন শতাধিক যোগ অনুশীলনে শামিল হন। এর আগে জিসি কলেজে হয় উদ্বোধন। কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব, এনসিসি গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কপিল সুদ, নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য, রিজিওনাল ডিরেক্টর পরমানন্দ যোগ দিব্য গীতানন্দ সহ এনসিসির অন্যান্য আধিকারিকদের মধ্যে সিপিএস খাটি, মুজমিল আহমদ, এন নিয়াং হাউচিং, আমোদ চন্দ প্রমুখ অতিথি হিসেবে ছিলেন।
দিব্য গীতানন্দ ও শতাক্ষী ভট্টাচার্য পরিচালনা করেন যোগ সেশন। ডেমন্স্ট্রেটর ছিলেন রাতুল চক্রবর্তী, আকাশ সাহা ও তানিয়া শ্যাম। তাছাড়া, এসএসএ -র আবাসিক স্কুল ও রাষ্ট্র সেবিকা সমিতির দক্ষিণ-অসম প্রান্ত কার্যালয় অম্বিকাপট্টি ভক্তিধামেও শিলচর নিরাময়ের পরিচালনায় হয় দশম যোগ দিবসের অনুষ্ঠান। আবাসিক স্কুলে ডিপিও পাপড়ি ভট্টাচার্য, ডি কিউ এম প্রসেনজিৎ দাস সহ অন্যান্য আধিকারিক ছিলেন। হয় দেওয়াল পত্রিকা উন্মোচনও।
আবাসিক স্কুলে শিশুদের যোগাভ্যাস মুগ্ধ করে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার পাপড়ি ভট্টাচার্য পড়াশোনার পাশাপাশি সমানতালে যোগ অনুশীলনে গুরুত্ব দেন। তাঁর কথায়, একটি শিশুকে বহুমুখী প্রতিভার অধিকারী হতে গেলে অনেক বেশি কর্মক্ষম হওয়া চাই। আর একমাত্র যোগ অনুশীলনের মাধ্যমেই তা সম্ভব। ডিকিউএম প্রসেনজিৎ দাস ২১ জুন যোগ দিবস ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন। দিনটির তাৎপর্য ও উদ্দেশ্য নিয়ে নিরাময়ের পক্ষে কথা বলেন দিব্য গীতানন্দ। এ দিন আরও অন্যান্য জায়গায়ও নিরাময়ের শিক্ষকরা যোগ দিবসের অনুষ্ঠানে যোগাভ্যাস করান। ছড়িয়ে দেন যোগের মাধ্যমে ভাল থাকার বার্তা।