Barak UpdatesBreaking News

পাহাড় লাইনে ধস, ট্রেন বাতিল
Landslide at hill section, trains cancelled

১২ জুলাইঃ ফের পাহাড় লাইনে যন্ত্রণা। পাহাড়ের জল ট্র্যাকের নীচের মাটি-পাথর অনেকটাই ধুয়ে-মুছে নিয়েছে। নিউ হারাঙ্গাজাও এবং জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী অংশে শুক্রবার সকাল সাড়ে নয়টায় এই ঘটনা ঘটে। তাতে বদরপুর-হাফলং অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। শিলচর-গুয়াহাটি  (৫৫৬১৬) ট্রেনকে সকালে চন্দ্রনাথপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে।

একইভাবে গুয়াহাটি-শিলচর (৫৫৬১৫) ট্রেনকে নিউ হাফলং স্টেশনে আটকে দেওয়া হয়েছে। শিয়ালদহ-আগরতলা (১৩১৭৩) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লামডিঙে আটকানো হয় বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।

অন্যদিকে, শুক্রবারের শিলচর-শিয়ালদহ (১৩১৭৬) ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে শনিবারের গুয়াহাটি-শিলচর (১৫৬১১), শিলচর-গুয়াহাটি (১৫৬১২) এক্সপ্রেসও। শুক্রবার রাতে গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশে যে (৫৫৬১৫) ট্রেনটি রওয়ানা হওয়ার কথা এবং শনিবার শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশে (৫৫৬১৬) যাওয়ার কথা, সেই ট্রেনদুটিও আগেভাগে বাতিল করে দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। তবে  হাবিবগঞ্জ-আগরতলা স্পেশাল (০১৬৬৫) ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত চলবে। পরে আগরতলার বদলে রবিবার গুয়াহাটি থেকেই ট্রেনটি (০১৬৬৬) চালানো হবে। তিরুবনন্তপুরম-শিলচর (১২৫০৭) এক্সপ্রেসকে লামডিঙ পর্যন্ত চালানো হবে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। ধসের দরুন ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় বরাক উপত্যকা ও ত্রিপুরা রেলপথে বিচ্ছিন্ন হয়ে পড়ল।  তাতে যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগে পড়েন।রেল সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ৮ ঘণ্টার ব্লক নিয়ে কাজ করে চলেছেন রেলকর্মীরা। আশা করা হচ্ছে, শনিবার ট্রেন চলাচল শুরু করা যাবে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker