Barak UpdatesBreaking News

জমি কেলেঙ্কারি: প্রাক্তন ডিসি প্রদীপ তালুকদার আটক
Land scam: Former DC Karimganj Pradip Kr. Taluqdar arrested

১৮ আগস্ট: সুতারকান্দিতে স্হলবন্দর নির্মাণের জমি কেলেঙ্কারি মামলায় ততকালীন জেলাশাসক প্রদীপ কুমার তালুকদারকে আটক করা হয়েছে । তার গুয়াহাটির বাড়ি গিয়ে রবিবার সকালে হানা দেয় করিমগঞ্জ পুলিশ । এসপি মানবেন্দ্র দেবরায় জানান, তাকে করিমগঞ্জে নিয়ে আসা হচ্ছে । এখানেই জেরা করা হবে।

সুতারকান্দিতে ল্যান্ডপোর্ট নির্মাণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ করা  হয়েছিল। ক্ষতিপূরণও দেওয়া হয়। কিন্তু প্রকৃত জমিমালিকরা কানাকড়িও পাননি । বেনামে কাগজ জমা করে কোটি কোটি রোজগার করেছেন একাংশ সরকারি অফিসার-কর্মী।

প্রকৃত জমিমালিকদের মামলায় একে একে ধরা পড়ে দুই আমিন এবং করিমগঞ্জের সার্কল অফিসার হোমেন গোঁহাই। চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় ততকালীন অতিরিক্ত জেলাশাসক নবারুণ ভট্টাচার্যকে। এইসব ব্যবস্থা গ্রহণের দরুন আত্মগোপন করে ছিলেন প্রদীপবাবু। তিনি তখন রাজ্যের সমবায় সচিব।

২৫ জুন থেকে অফিস যাওয়াও বন্ধ করে দেন। পরে ১৯ জুলাই বিনা অনুমতিতে দীর্ঘ অনুপস্থিতির জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শেষে রবিবার সকালে পুলিশের জালে আটকে গেলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker