Barak UpdatesBreaking News

সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের রাখি পরালেন মহিলারা
Ladies tied Rakhi in the hands of BSF Jawans

১৬ আগস্টঃ সারাক্ষণ সীমান্তে প্রহরা দেন যে সব জওয়ান ভাইয়েরা, তাদের হাতে রাখি পরিয়ে দিলেন এই অঞ্চলের মহিলারা। মূলত লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল এবং সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের সদস্যরাই এ ব্যাপারে উদ্যোগ নেন। তাঁরা যে দেশের সীমান্ত পাহারার বিশাল কর্তব্য পালন করেছেন, সে কথা সকলে উপলব্ধি করেন, তা বুঝতে পেরে বিএসএফ জওয়ানরাও আনন্দিত হন।

নিছক একটা অনুষ্ঠানই নয়, রাখি পরানোকে তাঁরা পবিত্র উতসব হিসেবে মেনে নেন। এ যেন প্রকৃতই ভাই-বোনের পরম্পরাগত পার্বণ। অফিসার-জওয়ানদের রাখি পরিয়ে বোনেরা মিষ্টিমুখও করান। ছিল উপহার সামগ্রীও। এ উপলক্ষে মাসিমপুর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসএফের ডিআইজি এমএল গর্গ, সীমান্ত চেতনার কাছাড় জেলা সাধারণ সম্পাদক রত্নদীপ পাল, লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সম্পাদক ডা. মহম্মদ মাসুম ও প্রজেক্ট চেয়ারম্যান নিরু শর্মা। তারা বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার ফান্ডে ৭ হাজার ২১০ টাকা দানও করেন এ দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কমান্ডিং অফিসার এসকে সিং ও লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি সুভাষ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমিত দাস, এসআর দেব, দিলীপ কর, নীলাঞ্জন গুপ্ত, পরেশ প্রজাপতি,অঞ্জনা সাহাপাল, ভবাণী বণিক, গোধূলি সেন, পাপন দেব, প্রণতি চৌধুরী, সন্ধিতা গুপ্তা, সোমা মিষ্টি দাস, অনন্যা পণ্ডিত, শম্পা দাস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker