NE UpdatesBarak UpdatesBreaking News
গোয়ালপাড়ার ‘ত্রাস’ মায়া কাটাল পৃথিবীর, মারা গেল বুনো হাতি লাদেনLaden alias Krishna, the wild elephant dies
১৭ নভেম্বর : বন্দিদশাতেই মারা গেল অসমের বুনো হাতি ‘বিন লাদেন’। ৩৫ বছর বয়সী এই পুরুষ হাতিটিকে কদিন আগেই ঘুমপাড়ানি গুলি মেরেছিলেন বন দফতরের কর্মীরা। অসমের গোয়ালপাড়া জেলার রংজুলি বনবিভাগ থেকে ধরা হয়েছিল বিন লাদেনকে। স্থানীয়রা অবশ্য কৃষ্ণ নামেও চিনত এই বুনো হাতিকে।
গত ১১ নভেম্বর বন দফতরের জালে ধরা পড়ে হাতিটি। ১২ নভেম্বর তাকে নিয়ে যাওয়া হয় ওরাং ন্যাশনাল পার্কে। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার ১৭ নভেম্বরে ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয়েছে বিন লাদেনের। ওরাং ন্যাশনাল পার্কে যাওয়ার পর থেকে দিব্যি সুস্থই ছিল হাতিটি। তবে তার আচমকা মৃত্যুর ফলে ধন্দে বনবিভাগের কর্তারা।কীভাবে মৃত্যু হয়েছে হাতিটির তা জানতে তদন্তে নেমেছে অসমের বন দফতর।
এ দিকে, ময়নাতদন্তে পাঠানো হয়েছে হাতিটির দেহ। ভেটেরেনারি চিকিত্সক এবং বনকর্মীদের সম্মিলিত দল জানিয়েছে, রিপোর্ট হাতে পেলে স্পষ্ট হবে বিন লাদেনের আচমকা মৃত্যুর কারণ। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, ঘুমপাড়ানি গুলি মেরে বুনো হাতি বিন লাদেনকে অবশ করলেও জঙ্গলেই তাকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ছিল। কিন্তু দিন দিন এই বুনো হাতির বিরুদ্ধে উঠছিল নানা অভিযোগ। বিন লাদেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় গ্রামবাসীরা। ফসল নষ্ট করা থেকে শুরু করে যখন তখন লোকালয়ে হানা দেওয়া, গোয়ালপাড়ার ত্রাস হয়ে গিয়েছিল এই বুনো হাতি।
এত অভিযোগের ভিত্তিতে একপ্রকার বাধ্য হয়েই ওরাং ন্যাশনাল পার্কে হাতিটিকে স্থানান্তর করেন বনকর্মীরা। এদিকে বুনো হাতি বিন লাদেনের মৃত্যুতে গর্জে উঠেছেন পশুপ্রেমী এবং পরিবেশবিদরা। সাধারণত ৬ থেকে ৭ বছর বয়সেই হাতিদের সংরক্ষণের জন্য জাতীয় উদ্যানে পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে ৩৫ বছর বয়স হওয়ার পরেও কীভাবে বনকর্মীরা এই হাতিটিকে ন্যাশনাল পার্কে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ ন্যাশনাল পার্কে এই সংরক্ষণ ওই হাতিটির কাছে একপ্রকারের বন্দিদশার সমান। জন্ম থেকেই খোলা জঙ্গলে ঘুরেফিরে বেড়ে উঠেছে সে। তাই বনদফতরের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পশুপ্রেমী এবং পরিবেশবিদরা।