India & World UpdatesBreaking News

টাকা নেই, কেন্দ্রীয় অর্থ দফতরে জুনের বেতন দেরিতে হবে
Lack of money, employees of Finance Department will get their salary of June late

২৩ জুনঃ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকেই টাকার অভাব। তাই অফিসারদের জুন মাসের বেতন মিলতে দেরি হবে বলে নির্দেশিকা জারি করল মন্ত্রক।

Rananuj

অর্থ মন্ত্রকের অধীনস্থ ব্যয় দফতরে প্রথম নির্দেশিকাটি জারি হতেই হইচই বেঁধে যায়। শনিবার সকাল থেকেই তা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। অর্থ মন্ত্রকেই এই অবস্থা হলে অন্যদের কী হবে, তা ভেবে দেশ জুড়েই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে বেতন নিয়ে আশঙ্কা তৈরি হয়।

অর্থ মন্ত্রক অবশ্য অন্যদের আশ্বস্ত করে বলেছে, শুধু ব্যয় দফতরের কন্ট্রোলার অব জেনারেল অ্যাকাউন্টস এবং পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমস (পিএফএমএস) প্রোজেক্ট সেলের কর্মীদের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। তাও সেই বিভাগের গ্রুপ এ এবং গ্রুপ বি অফিসারদের জন্য। তার নিচু তলার কর্মচারীদের জুন মাসের বেতন ঠিক সময়েই মিলবে। তাঁদের ব্যাখ্যা, অন্তর্বর্তী বাজেটে অনুমোদিত টাকার বেশি যাতে খরচ  না হয়, সে জন্যই এই নির্দেশিকা।

প্রথা অনুযায়ী, লোকসভা ভোটের বছরে বিদায়ী সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত খরচ চালানোর মতো টাকা কোষাগার থেকে তোলার অনুমতি নিয়ে রাখে। গত ফেব্রুয়ারিতে সেটাই করেছিলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত খরচ চালানোর জন্য ৩৪.১৭ লক্ষ কোটি টাকার অনুমোদন নেওয়া হয় তখন।

অর্থ মন্ত্রক জানিয়েছে, সেই সীমা পেরিয়ে যাচ্ছে বলেই উচ্চপদস্থ অফিসারদের জুনের বেতন পরবর্তী বাজেট থেকে দেওয়া হবে । ৫ জুলাই পূর্ণাঙ্গ বাজেট। সংসদে তা পাশ হলেই, পুরো বছরের খরচের টাকা কোষাগার থেকে তোলার অনুমতি মিলে যাবে। তখন বকেয়া বেতনও মিটিয়ে দেওয়া হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের বক্তব্য, বাজেট পেশ হলেই তা সঙ্গে সঙ্গে পাশ হয়ে যানা। তাতে আরও কয়েক দিন দেরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker