NE UpdatesHappeningsBreaking News
দেবেন দত্ত হত্যা মামলা: একজনকে মৃত্যুদণ্ড, ২৪ জনের যাবজ্জীবন
২০ অক্টোবর: যোরহাটের টিওক চা বাগানের চিকিৎসক দেবেন দত্তর হত্যার ঘটনায় এক জনকে ফাঁসি ও ২৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল যোরহাট আদালত।
তদন্তে ৩১ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তাদের মধ্যে ৫ জনকে পর্যাপ্ত প্রমাণের অভাবে খালাস করে আদালত। অভিযুক্ত ২৬ জনের মধ্যে বিচারাধীন অবস্থায় একজন মারা যায়।
মঙ্গলবার যোরহাট জেলা ও দায়রা আদালতের বিচারক রবীন ফুকন দোষীদের শাস্তি ঘোষণা করেন। প্রধান অভিযুক্ত সঞ্জয় রাজোয়ার কাঁচের টুকরো ঢুকিয়ে শেষ আঘাত করেছিল দেবেনবাবুকে। সেখান থেকে অতিরিক্ত রক্তপাতে তাঁর মৃত্যু হয়েছিল। তাই তাকে ফাঁসির সাজা শোনানো হয়। বাকি ২৪ জনকে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।
২০১৯ সালের ৩১ অগস্ট টিওক চা বাগানে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বাগান শ্রমিকরা ৭২ বছর বয়সী দেবেনবাবুর উপরে হামলা চালায়। পুলিশ ও অ্যাম্বুলেন্সও ঢুকতে দেওয়া হচ্ছিল না। দীর্ঘক্ষণ ধরে মারধর, রক্তপাতে দেবেনবাবু মারা যান।