India & World UpdatesAnalyticsBreaking News
সোমবার বিকেল থেকে লকডাউনের পথে কলকাতা !Kolkata on the way to lockout from Monday evening!
২২ মার্চ : করোনা সতর্কতার জেরে সোমবার বিকেল থেকে লকডাউন হয়ে যাচ্ছে কলকাতা সহ সমস্ত পুরশহর। লকডাউনে মিলবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য। ৩১ মার্চ পর্যন্ত থাকবে লকডাউন পরিস্থিতি। কেন্দ্রের সঙ্গে মুখ্যসচিবদের পরামর্শে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দেশের যে ৭৫টি জেলায় করোনা ভাইরাসে সংক্রামিত রোগী পাওয়া গিয়েছে সেখানে কেবলমাত্র জরুরি পরিষেবা চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। রবিবার সকালে কেন্দ্রের ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই স্থির হয়েছে, দেশের যে ৭৫টি জেলা থেকে কোভিড-১৯ আক্রান্তের খবর এসেছে সেখানে অবিলম্বে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ করে দেওয়া হোক।
সরকার চাইছে জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরাই কেবল বাড়ি থেকে বেরোবেন। বাকিরা ৩১ মার্চ পর্যন্ত যেন বাড়িতেই থাকেন। যাতে করোনা ভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া যায়। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কলকাতা ও সংলগ্ন উত্তর চব্বিশ পরগনায় কোভিড-১৯ পজিটিভ রোগী পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই বিবৃতি ও অ্যাডভাইজারি অনুযায়ী এই দুই জেলাতেই জরুরি পরিষেবা ছাড়া বাকি সবই আপাতত বন্ধ হয়ে যাওয়ার কথা।