Barak UpdatesBreaking News

কিষাণ মেলার উদ্বোধন, জৈবিক খাদ্যগ্রহণে গুরুত্ব
Kishan Mela inaugurated by Kanad Purkayastha

২২জুন : জৈবিক উপায়ে উৎপাদিত খাদ্যদ্রব্য গ্রহণের ওপরে গুরুত্ব আরোপ করলেন প্রদেশ বিজেপির অন্যতম কর্মকর্তা সমাজসেবী কণাদ পুরকায়স্থ। শনিবার শিলচর সোনাই রোডে কিষাণ মেলা ও ট্রলি স্টল উদ্বোধন করে এমন কথাই শোনালেন তিনি। বলেন, একটি রোগমুক্ত জীবনের জন্য অর্গানিক ফার্মিংয়ের শাকসবজি খাওয়া অত্যন্ত জরুরি। মেলার উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি। আরও বলেন, আগামীতে শহরের বিভিন্ন মোড়ে এমন আয়োজন হবে। এই অনুষ্ঠানে অভিজিৎ ভট্টাচার্য, কৃষি বিজ্ঞান কেন্দ্রের দীপেনচন্দ্র নাথ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল বেসরকারি সংস্থা সেবাকেন্দ্র’। সহযোগিতায় ছিল ফার্ম অব নর্থ ইস্ট।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker