Barak UpdatesBreaking News

হাইলাকান্দি রেডক্রসে নয়া সভাপতি ক্ষিতিশ চন্দ্র পাল
Khitish Chandra Paul elected President of Hailakandi Red Cross

হাইলাকান্দি রেডক্রস সোসাইটির নতুন সভাপতি নির্বাচিত হলেন ক্ষিতিশ চন্দ্র পাল। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিশিকান্ত পালকে ১১২ ভোটের ব্যবধানে হারিয়ে এই পদে নির্বাচিত হন। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি ক্ষিতিশচন্দ্র পাল পেয়েছেন ২৪৮ ভোট। বিপরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক নিশিকান্ত পাল পেয়েছেন ১৩৬ ভোট। ৷ রবিবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। জেলাশাসক আদিল খান, অতিরিক্ত জেলাশাসক অমলেন্দু রায় থেকে শুরু করে প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন নির্বাচনে।

Rananuj

হাইলাকান্দি রেডক্রসে মোট সদস্য সংখ্যা ৫৩৫। মোট ২৬ জন প্রার্থী লড়াইয়ে নামেন মোট ৯টি কার্যকরী সদস্য পদের জন্য। এ দিন যে সব প্রার্থীরা ভোটে জয়লাভ করেছেন, তারা হলেন শৈবাল সেনগুপ্ত, প্রেমাংশু পাল, মানব চক্রবর্তী, হীরালাল দত্ত পুরকায়স্থ, সামসুদ্দিন বড়লস্কর, হীরেন্দ্র চন্দ্র পাল, অমিত কুমার দে, চয়ন কুমার নাথ ও অরুণ কুমার দাস।

Khitish Chandra Paul was elected as the new President of red Cross Society of Hailkandi. He defeated his close contestant Nishikanta Paul by 112 votes. Former BJP district president, Khitish Chandra Paul got 284 votes. Whereas, retired teacher Nishikanta Paul got 136 votes. On Sunday, the election was held at Hailakandi rabindra Bhawan under the supervision of district administration. Present during the election were, Deputy Commissioner Adil Khan, Additional Deputy Commissioner Amalendu Roy and other district officials.

There are a total of 536 members in Hailakandi Red Cross. A total of 26 contestants were in the fray for 9 posts of executive members. Those who won the posts of executive members are Saibal Sengupta, Premangshu Paul, Manab Chakraborty, Hiralal Dutta Purkayastha, Samsuddin Barlaskar, Hirendra Chandra Paul, Amit Kumar Dey, Chayan Kumar Nath and Arun Kumar Das.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker