Barak UpdatesBreaking News
পদযাত্রার মাধ্যমে শিলচরে শুরু ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষRally taken out at Silchar to spread awareness regarding prevention of diarrhea
২৮ মে : বর্ষাকালীন ডায়রিয়া প্রতিরোধের লক্ষ্যে মঙ্গলবার থেকে কাছাড় জেলায় শুরু হয়েছে বিশেষ ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষ। এ দিন আনুষ্ঠানিকভাবে পদযাত্রার মাধ্যমে এই পক্ষের সূচনা করেন জেলাশাসক লয়া মাদ্দুরী।
সকাল ৯টায় শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল চত্বর থেকে এই পদযাত্রা বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। এই পদযাত্রায় সামিল ছিলেন জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুদীপজ্যোতি দাস, জেলা সমাজ কল্যাণ আধিকারিক রাজকুমারকে কেডিয়া, অতিরিক্ত চিকিৎসা আধিকারিক ডাঃ প্রদীপ কুমার রায়, সিভিল হাসপাতালের অধীক্ষক ডাঃ আশুতোষ বর্মণ, নোডাল অফিসার ডাঃ গৌতম সিংহ সহ আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, শিশুমৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে ডায়রিয়া। তিনি বলেন, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত শৌচালয়, পরিছন্নতা এবং ওআরএস ও জিংক সম্বন্ধে সচেতনতার মাধ্যমে শিশুমৃত্যু রোধ করা সম্ভব।
জেলাশাসক আশা কর্মীদের অনুরোধ করে বলেছেন, তারা যেন ঘরে ঘরে গিয়ে ওআরএস প্রস্তুতির প্রণালী এবং ডায়রিয়া নিয়ে সচেতনতা সৃষ্টি করেন। ডায়রিয়া আক্রান্ত শিশুদের তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করার ওপর তিনি জোর দেন। উল্লেখ্য, এই ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষ মঙ্গলবার থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। বেসরকারি হাসপাতালগুলোকেও ডায়রিয়া নিয়ন্ত্রণে প্রস্তুত থাকতে বলা হয়েছে।