NE UpdatesBarak UpdatesBreaking News

স্ট্রংরুমে নজর রাখুন, রাজ্যবাসীকে চিঠি অখিলের
Keep an eye on strongrooms, writes Akhil Gogoi to the people

৩০ মার্চ : রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর রাইজর দলের সভাপতি অখিল গগৈ পুনরায় রাজ্যবাসীকে চিঠি লিখে ইভিএম থাকা স্ট্রংরুমে নজর রাখার আহ্বান জানিয়েছেন। অখিল গগৈ নিজের কেন্দ্র তথা দলের হয়ে প্রচার চালাতে না পেরে এভাবে চিঠি লিখে নিজের অবস্থান স্পষ্ট করে আসছেন।

Rananuj

মঙ্গলবার এক চিঠির মাধ্যমে তিনি বলেন, ইভিএম জালিয়াতি করে যাতে বিজেপি ফল পরিবর্তন করতে না পারে এবং দুষ্কৃতীরা যাতে রাইজর দলের কর্মীদের গত কয়েক মাসের পরিশ্রম ও জনতার সাধনা পণ্ড করতে না পারে সেজন্য রাইজর দলের কর্মীদের সঙ্গে জনগণকেও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নাগরিকরা ইভিএম থাকা স্ট্রং রুমে চোখ রাখুন। মনে রাখতে হবে, আমাদের প্রতিপক্ষ ভয়ানক দুষ্ট।

অন্যদিকে, খবরের কাগজের প্রথম পৃষ্ঠার একদম উপরে বিজেপির বিজ্ঞাপনটির বিষয়েও গগৈ চিঠিতে উল্লেখ করে। তিনি বলেন, প্রথম পৃষ্ঠার খবরের সঙ্গে প্রকাশ করা এই প্রবঞ্চনামূলক, মিথ্যা ও অনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করে বিজেপি গণতান্ত্রিক মূল্যবোধের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি রাজ্যের জনগণকে বিজেপির অপপ্রচারে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker