CultureBreaking News
১০ জানুয়ারি থেকে শিলচরে কায়ানট নাটক উৎসবKayanat Drama Fest at Silchar from 10 January
৩ জানুয়ারি : আগামী ১০ জানুয়ারি থেকে শিলচরে শুরু হচ্ছে কায়ানট নাট্যোতসব। রাজীব ভবনে তিন দিনব্যাপী এই নাট্যোতসবে দেশ বিদেশের বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করবে। ১০ জানুয়ারি শুক্রবার প্রথমে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম দিনই থাকছে দুটি নাটক। কায়ানটের শিল্পীরা উপহার দেবেন নাটক ‘মহুয়া’। এ দিনের পরের নাটক পশ্চিমবঙ্গের থিয়েটার প্ল্যাটফর্মের নাটক ‘অংশুমান’।
দ্বিতীয় দিন আগরতলার নাট্যভূমি পরিবেশন করবে নাটক ‘রাজঅতিথি’। পরের নাটকটি পয়লাপুলের রেস থিয়েটারের ‘বাজে মাদল বাজে’। শেষদিন ১২ জানুয়ারি রবিবার পরিবেশিত হবে দুটি নাটক। প্রথমটি সিলেটের লিটল থিয়েটারের ‘ভাইবে রাধারমণ’ এবং দ্বিতীয়টি পশ্চিমবঙ্গের চাকদহ নাট্যজনের ‘ভানু সুন্দরীর পালা’। নাটক প্রতিদিন শুরু হবে সন্ধে ৬টা থেকে।
এক বিবৃতিতে কায়ানটের পক্ষ থেকে বলা হয়েছে, কায়ানট নাটককে জড়িয়ে বাঁচতে চেয়েছে চিরদিন। সংগঠন বিশ্বাস করে, সমাজের ভালোর জন্য ন্যূনতম কিছু কাজ করতে হলে নাটকের হাত ধরতেই হবে। কারণ থিয়েটার মানুষ তৈরি করে। আর এ বিশ্বাস থেকেই কায়ানট এই নাট্যোতসবের আয়োজন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।