Barak UpdatesBreaking News

কাটিগড়ায় মলিন শর্মার স্মৃতিচারণ
Katigorah Working Journalists Guild pays homage to Molin Sharma

১ আগস্টঃ বিটিএনের চিত্র সাংবাদিক মলিন শর্মার স্মৃতিচারণ করল কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড। বৃহস্পতিবার বিকালে ‘চেতনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ’ কার্যালয়ে প্রয়াত মলিন শর্মার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গিল্ডের কর্মকর্তা ও সদস্যরা।

Rananuj

গিল্ডের সভাপতি মনজুর আহমদ তাতে পৌরোহিত্য করেন। প্রয়াত মলিন শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করার পর স্মৃতিচারণ করে আলোচনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সুমন দাস, প্রদীপ্ত পুরকায়স্থ, ইমাদ উদ্দিন মজুমদার,  আব্দুস সুবহান লস্কর, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, অমলেন্দু মালাকার, সুপ্রিয় দত্ত, রফিক আহমেদ মজুমদার, শমীন্দ্র পাল, মুজম্মিল লতিফী প্রমুখ।

প্রত্যেকেই মলিন শর্মার অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর সংস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাটিগড়ার সংবাদকর্মীরা শিলচরের সহকর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে চলবেন বলে সভার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শেষ লগ্নে প্রয়াত মলিন শর্মার আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker