Barak UpdatesBreaking News
যোগ দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে করিমগঞ্জ প্রশাসনKarimganj district administration geared up to observe Yoga Day
৮ জুন : আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে করিমগঞ্জ প্রশাসন। এ উপলক্ষে জেলা সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার উন্নয়ন খণ্ডগুলির কার্যালয়েও যোগ শিবিরের আয়োজন করা হবে। করিমগঞ্জে দিনটি যথাযথভাবে পালনের জন্য কার্যসূচি প্রণয়ন করতে শুক্রবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলাশাসক এমএস মনিভন্ননের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন যোগ ব্যায়াম প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিশিষ্ট নাগরিক এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার সব হাইস্কুলে এ উপলক্ষে যোগব্যায়াম প্রতিযোগিতার আয়োজন করা হবে। হাইস্কুলের প্রধানদের সংশ্লিষ্ট খণ্ড উন্নয়ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। উন্নয়ন খণ্ড পর্যায়ে এক একটি যোগ ব্যায়াম প্রতিষ্ঠানকে শিবির আয়োজন করতে সভায় বলা হয়েছে।
এদিকে, জেলা সদরে কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজনের জন্য স্থান বাছাই করতে কয়েকজনকে এ দিন দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি সিভিল হাসপাতালেও একটি যোগ ব্যায়াম শিবির আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এছাড়া ওই দিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত জেলা সদরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলবে। জেলাশাসক মণিভন্নন সভায় জানান, জনগণকে জেলার সব যোগ ব্যায়াম শিবিরে অংশ নিতে আবেদন জানানো হবে। অন্যদিকে জেলা সদরের কারাগারেও অনুরূপ যোগব্যায়াম শিবির আয়োজন করা হবে। এদিনের সভায় এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস এবং বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।