Barak UpdatesBreaking News
মোদির পরেই আকর্ষণ ছিল কানুর দিকে
Kanu remained centre of attraction just after Modi

১২ এপ্রিলঃ লক্ষ লক্ষ ভিড়ে ঠাসা ময়দান। কেউ মাথায় টুপি, কেউ টি-শার্ট ও ব্যাজ, আবার গলায় রয়েছে মাফলার। দলীয় পতাকা নয় তো প্লে-কার্ড আছে সবার হাতে হাতেই। এককথায় বৃহস্পতিবার রামনগরের মোদি জনসভায় এভাবেই বিজেপি সমর্থকদের সাজগোজের শেষ ছিল না।
তবে, মোদির সভা মঞ্চের একেবারে সামনে বার বার নজর কাড়ছিলেন এক সমর্থক। তাঁর সারা শরীরে ছিল রং-বেরঙের লেখনী। হাত ধরে উড়ছিল বড় দলীয় পতাকা।পেট, পিঠ, হাত, পা, মাথা শরীরের সিংহ ভাগ অংশেই বড় বড় বাংলা হরফে লেখা ছিল প্রধানমন্ত্রী নমো’র জয়কারা।
তিনি হাইলাকান্দির কানু দাস।পেশায় দিনমজুর।মঞ্চের সামনের এই মিডিয়া গ্যালারিটা যেন তাঁকে ঘিরে একসময় সেলফি গ্যালারিতে রূপান্তরিত হয়ে গেছিল। এমনকী মোদি সভায় প্রবেশের পর বা বা বক্তব্য রাখার সময়ও কিন্তু কানুর দিক থেকে চোখ ফেরেনি বাকিদের। বরং কানুর অন্ধ মোদি-প্রেমকে ঢাল করে ব্যারিকেডের ওপাশে নমো সহ অন্যান্য নেতা-মন্ত্রীদের ফোকাসে আনার ভরপুর প্রয়াস ছিল সবার।
এখন প্রশ্ন হল কানুর মতো দিনমজুরদের এমন নমস্তুতি কি আদৌ সুদৃঢ় সমর্থন? না কি নিছক মনোরঞ্জন মাত্র। বরাকে লোকসভা নির্বাচনের ফলাফলেই অবশ্য এর সঠিক উত্তর মিলবে।