India & World UpdatesBreaking News
আরেক বিধায়ক টেনে, জেলা পরিষদ ভেঙে তৃণমূলকে ধাক্কা বিজেপির
২৪ জুনঃ আরও ভাঙন ধরল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলে। আলিপুরদুয়ার জেলার কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রমারি সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাপতি-সহ সংখ্যাগরিষ্ঠ সদস্যও তৃণমূল ছেড়েছেন। তাঁরাও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।
উইলসন চম্প্রমারি ২০০৯ সালে গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে কাচলিনি থেকে জেতেন। ২০১১ সালেও ছিলেন নির্দল প্রার্থী। ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে জেতেন। সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় দফতরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন।
একই দিনে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ হাতছাড়া হয়ে গেল তৃণমূলের। সভাপতি লিপিকা রায় সহ পরিষদের মোট ১০ সদস্য এ দিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে ১৮ আসনের জেলা পরিষদে বিজেপি-ই সংখ্যাগরিষ্ঠ। সভাপতি নিজে বিজেপিতে যোগ দেওয়ায় নতুন করে বোর্ড গঠনেরও প্রয়োজন পড়ছে না। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও জেলা পরিষদের দখল নিল বিজেপি। একে বড় সাফল্য হিসেবে বাখ্যা করেছেন দিলীপ ঘোষ এবং মুকুল রায়।
এ ছাড়া, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা বিপ্লব মিত্রও সোমবার বিজেপিতে নাম লিখিয়েছেন। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের উপস্থিতিতে এ দিন দলবদল করেন তাঁরা।