Barak UpdatesBreaking News

রাহুলের স্থলাভিষিক্ত হচ্ছেন জয়নাল, কার্যকরী সভাপতি দক্ষিণারঞ্জন
Joynal to assume charge as district president after Rahul’s resignation

১৯ জানুয়ারি : রাহুল অধ্যায়ের সমাপ্তি। রাত ফুরোলেই হাইলাকান্দির নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সংখ্যালঘু নেতা জয়নাল উদ্দিন লস্কর। কার্যকরী সভাপতি হবেন দক্ষিণারঞ্জন চন্দ। প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা তাঁদের এই নতুন পদে নিয়োগ করেছেন। রবিবার দুপুরে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানে এই দু’জন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

Rananuj

গত ১৪ জানুয়ারি জেলা কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগের কথা জানিয়ে প্রদেশ সভাপতি রিপুন বরাকে চিঠি পাঠান রাহুল রায়। এতে তিনি অবশ্য নাগরিকত্ব বিলের কথাই উল্লেখ করেন। রাহুল বলেছেন, কংগ্রেস নাগরিকত্ব বিল বাতিলের পক্ষে থাকায় তিনি এখানকার বাঙালিদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই বিলকে সমর্থন করছেন। নাগরিকত্ব বিলের বিষয়ে দলের সঙ্গে থাকতে না পেরে তিনি জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। রাহুল এই যুক্তি খাড়া করলেও গত কয়েকদিন থেকে তাঁকে নিয়ে হাইলাকান্দি কংগ্রেসে ব্যাপক অসন্তোষ চলছে। অনেকেই তাঁর নেতৃত্ব মানতে চাইছেন না। ফলে সাংগঠনিক ভিত্তি নড়বড়ে হয়ে গিয়েছে। অনেকেই প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে বলতে শুরু করেছেন। ফলে তাঁর এই পদত্যাগ অনেকটা সে কারণেই বলে তথ্যভিজ্ঞ মহল মনে করছেন।

এ দিকে, পঞ্চায়েত ভোটের ঠিক আগে জয়নাল ঊদ্দিনকে কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল। কর্মজীবনে তিনি ২০১৫ সালে হাইলাকান্দির বিইইও পদ থেকে অবসর নেন। এরপরই কংগ্রেসে যোগ দেন। তাছাড়া তাঁকে জেলা কংগ্রেস সভাপতি করায় দীর্ঘদিন থেকে সংখ্যালঘু কাউকে এই পদে বসানোর যে দাবি রয়েছে, তা-ও পূরণ হচ্ছে। অন্যদিকে দক্ষিণারঞ্জন চন্দ প্রায় ১৫ বছর ধরে ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। দু’বার তিনি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি ভাটিরকোপা সমবায় সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker