Barak UpdatesBreaking News
রাধামাধব আখড়ায় ঝুলন উতসবে বিভিন্ন প্রতিযোগিতাJhulan Utsab at Radhamadhab Akhra amidst a host of events
১৫ আগস্ট : প্রতি বছরের মতো এবারও শিলচরের ঐতিহ্যবাহী শ্রীরাধামাধব জিউর আখড়ায় উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব। এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ভক্তিগীতি, নৃত্যনাট্য, পদাবলী কীর্তন ও ঝুলন গান। এছাড়াও প্রতিদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভক্তিমূলক নৃত্যানুষ্ঠান।
প্রসঙ্গত প্রায় দু’শ বছরের পুরনো এই আখড়ায় শ্রীরাধামাধব বিগ্রহকে ঝুলনের পাঁচ দিন পাঁচটি বিশেষ রূপে সাজানো হয়। বিগ্রহের এই বিভিন্ন রূপ দেখতে প্রচুর সংখ্যক দর্শনার্থী উপস্থিত হন।
ঝুলনের শেষ দিনে মন্দির প্রাঙ্গণে কচিকাঁচাদের মধ্যে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা ও রাধাকৃষ্ণ সাজো প্রতিযোগিতা। সন্ধ্যায় হয় এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়া ঝুলনের পাঁচদিনই অনুষ্ঠান শেষে ছিল মহাপ্রসাদ বিতরণ পর্ব।