India & World UpdatesBreaking News

করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয়, ট্রাম্পকে হু
It’s not wise to do politics with coronavirus, WHO tells Trump

৯ এপ্রিল : করোনার প্রকোপে বিশ্ব জুড়ে যে স্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির এরকমই জবাব দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস৷ তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে বরং আমেরিকা এবং চিনের একজোট হয়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়া উচিত।

Rananuj

কোভিড-১৯ ভাইরাসের হানায় আমেরিকার পরিস্থিতি ভয়াবহ৷ সরকার শুরু থেকে সতর্কতা নেয়নি বলেই সেখানে পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হোয়াইট হাউস হু-এর উপরই এর দায় চাপায়। ট্রাম্প অভিযোগ করেন, সবকিছু জানা সত্ত্বেও আগে থেকে আমেরিকাকে সতর্ক করেনি হু। হু চিনের হয়ে পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার তাঁর সেই অভিযোগ খারিজ করেন হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি জানান, ৩১ ডিসেম্বর অজ্ঞাত এক রোগের ব্যাপারে তাঁদের প্রথম জানিয়েছিল চিন। সেই থেকে নিয়মিত যাবতীয় তথ্য ও প্রমাণ গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন তাঁরা। চিনের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ খারিজ করে তিনি বলেন, ‘‘প্রত্যেক দেশেরই ঘনিষ্ঠ আমরা। হু একেবারেই পক্ষপাতদুষ্ট নয়।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker