India & World UpdatesBreaking News
সাড়ে ৩৫ লক্ষের মাদক উদ্ধার করল আরপিএফ
Intoxicants worth 35.5 lakh recovered by RPF

৩০ মে : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী গত ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত সময়সীমার মধ্যে ৩৫ লক্ষ ৪৯ হাজার টাকার মাদকদ্রব্য ও গাঁজা উদ্ধার করেছে। ২০ মে গুয়াহাটি রেল স্টেশন থেকে একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আনুমানিক ৩৫ লক্ষ টাকার ৫০০ গ্রাম মরফিন উদ্ধার করা হয়।
মালিগাঁও রেলসূত্রে বলা হয়েছে, ১২৪২৩ ডাউন রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি রেল স্টেশন থেকে ছাড়ার সময় কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্যাকেটটি স্টেশনে ছুঁড়ে ফেলেছিল। অনুরূপভাবে ২১ মে হোজাই আরপিএফ-এর একটি দল ১২৫২৬ ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশি চালানোর সময় প্রায় সাত কেজি ওজনের চার প্যাকেট গাঁজা উদ্ধার করেছে। এর বাজার মূল্য আনুমানিক ৪৯ হাজার টাকা।