India & World UpdatesAnalyticsBreaking News

আমেরিকা-চিনের চেয়ে ভারতের আর্থিক বৃদ্ধির হার ভাল, দাবি সীতারামনের
India’s economic growth is better than USA & China: Finance Minister

২৩ আগস্টঃ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, গোটা বিশ্বেই আর্থিক গতি ধীর। মন্দা চলছে। তার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও।

তবে আমেরিকা-চিনের চেয়ে ভারতের আর্থিক বৃদ্ধির হার ভাল বলেই দাবি করেছেন সীতারামন। মোদি সরকার দেশের আর্থিক সংস্কারের কাজ করছে বলেও দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। একই সঙ্গে শিল্প ক্ষেত্রকে চাঙ্গা করতে একগুচ্ছ দাওয়াইও দিয়েছেন নির্মলা। তিনি বলেন, রেপো রেটের সুবিধা গ্রাহক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সুবিধা দিলে গাড়ি-বাড়ির ঋণের সুদ কমবে।

ব্যাঙ্কিং ক্ষেত্রকে শক্তিশালী করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাঁর দাবি, এর ফলে ব্যাঙ্কগুলির ধার দেওয়ার ক্ষমতা বাড়বে। তাতে আর্থিক হাল ফিরবে। চলতি বছরে চার বার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সুবিধা যাতে ব্যাঙ্কগুলি গ্রাহকদের কাছ পর্যন্ত পৌঁছে দেয়, তা নিশ্চিত করার কথা বলেছেন অর্থমন্ত্রী। তাতে গাড়ি-বাড়ির সুদ কমবে বলেও জানিয়েছেন তিনি।

স্টার্ট আপ এবং ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পে উৎসাহ বাড়াতেও এক গুচ্ছ দাওয়াই দিয়েছেন অর্থমন্ত্রী। তার মধ্যে রয়েছে জিএসটি সরলীকরণ, করে ছাড়ের মতো ঘোষণা। স্টার্ট আপের ক্ষেত্রে ‘এঞ্জেল ট্যাক্স’ তুলে নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। স্টার্ট আপের ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য একটি সেল তৈরি করবে কেন্দ্র। তাঁরা এই সব সমস্যার সমাধান করবেন। চলতি বছরে ছোট শিল্পগুলির দেওয়া জিএসটি ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা বলেছেন সীতারামন। ভবিষ্যতে এই সময়সীমা ৬০ দিন থাকবে বলেও এ দিন জানান অর্থমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker