NE UpdatesIndia & World UpdatesBreaking News

Indian Railways gives NOC to run private train from Guwahati
এ বার গুয়াহাটি থেকে ব্যক্তিগত রেল চালাতে মন্ত্রকের ছাড়পত্র

৩০ ডিসেম্বর : ভারতীয় রেল গুয়াহাটি থেকে উত্তরপূর্বের বাইরে দুটি বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। শুধু গুয়াহাটিই নয়, রেল দফতর দেশের ১০০টি নির্বাচিত পথে বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। এই পরিকল্পনায় গুয়াহাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুয়াহাটি থেকে এই দুটি রেলের রুট হবে গুয়াহাটি-মুম্বাই ও গুয়াহাটি-তিরুবনন্তপুরম। উত্তর-পূর্বের মধ্যে একমাত্র গুয়াহাটি থেকে এই ব্যক্তিগত রেল পরিষেবা শুরু হবে। সব মিলিয়ে মোট ১৫০টি যাত্রীরেল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Rananuj

এক শীর্ষ রেল আধিকারিকের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর এই পরিকল্পনাকে সবুজ সংকেত দিয়েছে অর্থ মন্ত্রকের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাপ্রাইজেল কমিটি। মন্ত্রক রেল-রেক ব্যাক্তিগত ক্ষেত্রে ব্যবহারের ব্যাপারে অনুমতি দিয়েছে। আগামী মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে। রেল বোর্ডের সঞ্চালক বিনোদ কুমার যাদব ব্যক্তিগত রেলপথ শনাক্তকরণের তথ্য নিশ্চিত করেন। গত ৪ অক্টোবর লখনঊ ও নয়া দিল্লির মধ্যে দেশের প্রথম ব্যক্তিগত রেল তেজস এক্সপ্রেস চলতে শুরু করে। আগামী ১৭ জানুয়ারি আহমেদাবাদ ও মুম্বাই সেন্ট্রালের মধ্যে দেশের দ্বিতীয় ব্যক্তিগত রেলের যাত্রা শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker