India & World UpdatesBreaking News
করোনার প্রভাব দেখেই রূপরেখা চূড়ান্ত করবে ভারতীয় রেলIndian rail to taken final call on resuming passenger service after reviewing impact of COVID-19
April 10, 2020
১০ এপ্রিল: লকডাউন প্রত্যাহারের পর ঠিক আমাদের জীবন যাত্রা কী মোড় নেবে, তা নিয়ে জল্পনা-কল্পনা বলতে গেলে এখন তুঙ্গে। করোনা আতঙ্কের মধ্যেই আগামীদিনের পরিকল্পনা তৈরিতে ব্যস্ত সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের সরকারি বিভাগগুলো। ভারতীয় রেলও প্রস্তুতি নিচ্ছে এই লকডাউন পরবর্তী করোনা চ্যালেঞ্জ মোকাবিলার৷ লকডাউননের পর রেল চলাচল যে ফের শুরু হবে, তা নিয়ে তো কোনও সন্দেহ নেই। কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা ও যাত্রী চলাচলে সুবিধা প্রদান এই দুই দিক একসঙ্গে করা যে সহজ নয়, এও বলার অপেক্ষা রাখে না। কোথায় করোনাভাইরাসের সংক্রমণ কতটুকু সেই বিষয়টা খুব ভালভাবে খতিয়ে দেখে তবেই চূড়ান্ত রূপরেখা তৈরি করবে ভারতীয় রেল, এমনটাই জানা গেছে, বিভাগীয় সূত্রে।
সম্প্রতি রেলবোর্ডের এক রিভিউ মিটিং হয়েছে। এতে লকডাউন পরবর্তী ট্রেন চলাচল সহ করোনা ইস্যু নিয়ে বিশদ আলোচনা হয়। কীভাবে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায়, তা নিয়ে পরামর্শ চাওয়া হয় ডিভিশনাল ম্যানেজারদের কাছেও।
রেলবোর্ড সূত্রে জানা গেছে, পরিস্থিতি বিবেচনা করে রেড, ইয়েলো ও গ্রিন তিনটি জোনে রেল চালানোর চিন্তা-ভাবনা চলছে। করোনা সংক্রমণের প্রভাব কোন জায়গায় কতটুকু সেই হিসেবেই ভাগ হবে জোনগুলো। তবে, এই পরিকল্পনার পুরোপুরি বাস্তব রূপ যে রাতারাতি হয়ে যাবে, আর রেল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। সূত্র জানিয়েছে, রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় এই মুহূর্তের চালু হবে না রেল পরিষেবা। ইয়েলো জোনে বাছাই কিছু ট্রেন চলবে। একমাত্র গ্রিন জোনেই বেশি ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া, যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখতে সাময়িকভাবে তুলে দেওয়া হতে পারে মিডল বার্থ। মিডল বার্থের বুকিং নেওয়া হবে না। এর ফলে এক একটি বগিতে যেমন যাত্রীসংখ্যা কম হবে তেমনই দু’জন যাত্রীর মধ্যে অনেকটা বেশি দূরত্ব বজায় থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ যাতে না হয় সেদিকে খেয়াল থাকবে খুব। ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর শারীরিক পরীক্ষা হবে।