SportsBreaking News

বিশ্বকাপ শেষ ভারতের
India out from World Cup

১০ জুলাইঃ বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেল ভারতের। ধোনি-জাদেজার পার্টনারশিপ শেষমুহূর্তে স্বপ্নই দেখিয়েছিল। ধোনি ৫০ রানে আউট হয়ে যেতেই সে স্বপ্ন চুরমার হয়ে যায়। মার্টিন গাপ্তিলের দুরন্ত থ্রো যখন উইকেট ভেঙে দিল, তখন ক্রিজে ঢুকতে আর পাঁচ সেন্টিমিটারের মতো বাকি ছিল ধোনির। ধোনির আগে রবীন্দ্র জাডেজা মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতকে থামতে হল ২২১ রানে।

Rananuj

১৮ রানে জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। গতবারও ফাইনালে পৌঁছেছিল কিউয়িরা। মঙ্গলবার ৪৬.১ ওভারে কিউয়িরা করেছিল পাঁচ উইকেটে ২১১ রান। গতদিনের রানের সঙ্গে বুধবার নিউজিল্যান্ড যোগ করল আরও ২৮ রান। ২৪০ রান করলে ভারত পৌঁছে যাবে ফাইনালে। এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয় নামে ভারতের ব্যাটিং লাইন আপে। রোহিত শর্মাকে (১) ফেরালেন ম্যাট হেনরি। বিরাট কোহালিও আউট হলেন মাত্র এক রানে। লোকেশ রাহুলকে (১) ফেরান হেনরি। দীনেশ কার্তিক ২৫ বলে ৬ রানে আউট হন। ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ডিয়া ধীরে ধীরে চাপ কাটিয়ে উঠছিলেন। স্যান্টনারের বল মারতে গিয়ে আউট হন পন্থ (৩২)। একই ভাবে উইকেট ছুড়ে দেন পাণ্ডিয়া (৩১)। তবুও ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন ধোনি ও জাডেজা। ধোনি ও জাডেজা ১১৬ রানের পার্টনারশিপ করেন। তবুও তাঁরা পারলেন না ভারতকে জেতাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker