Barak UpdatesAnalyticsBreaking News

মুখ্যমন্ত্রীর সফর শুধু শিলচরে, ধারা বর্ষণে করিমগঞ্জ-হাইলাকান্দি বাতিল
Incessant rains: CM to visit only Silchar, tour of Kmj-Hkd cancelled

৪ জুন : বুধবার রাত থেকে মুষলধারায় বৃষ্টিপাত হওয়ায় মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ ও হাইলাকান্দি সফর বাতিল হয়েছে। কেবলমাত্র কাছাড়ের জেলা সদর শিলচরেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সফরসূচি বহাল রয়েছে। শিলচরে বরাক উপত্যকার তিন জেলাশাসক, পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা সভা করবেন তিনি। ওই সভায় থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং উপত্যকার কয়েকজন বিধায়ক।

Rananuj

বদরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জের করিমপুর গ্রামে ভূমিধস বিধ্বস্ত এলাকা এ দিন আকাশপথে পরিদর্শনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। পরিদর্শন করে করিমগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে এক পর্যালোচনা সভাও করার কথা ছিল। তাছাড়া করিমপুরে ভুমিধসে নিহত ব্যক্তিদের পরিবারের হাতে এককালীন সহায়তার চার লক্ষ টাকা করে চেক খোদ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল নিজের হাতে তুলে দেবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত‌ও নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক তত্‍পরতাও চলছিল জোর কদমে। কিন্তু প্রকৃতি বিরূপ হওয়ায় সব কিছু ভেস্তে গেছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে বরাকের তিন জেলায় মঙ্গলবার ভোর ও সকালে সংগঠিত ভূমিধস এলাকা পরিদর্শনের কথা ছিলো। সেই হিসেবে করিমগঞ্জের সরকারি বালক হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অস্থায়ীভাবে হেলিপ্যাডও নির্মাণ করা হয়েছিল। কিন্তু ভারী বর্ষণের ফলে হেলিপ্যাডটি মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণের অনুপযোগী হয়ে ওঠে। অপরদিকে ভারী বৃষ্টিপাতের ফলে সমগ্র শহরও জলমগ্ন। প্রশাসনিক কর্মকর্তাদের‌ও শহরে চলাফেরা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর করিমগঞ্জ সফর বাতিল করা ছাড়া উপায় ছিল না বলে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker