Barak UpdatesBreaking News
লায়ন্সের গণবিবাহে ১৮ জোড়া পাত্রপাত্রী18 pairs to tie knot on Annual Mass Wedding ceremony of Lions on 16 Feb
১২ ফেব্রুয়ারি : ১৬ ফেব্রুয়ারি বসছে ১৬তম গণবিবাহের আসর। উদ্যোক্তা শিলচর লায়ন্স ক্লাব। প্রতিবারের মতো এ বছরও এই বিয়ের আসর বসবে শিলচর নর্মাল স্কুলের মাঠে। এ দিন মোট ১৮ জোড়া দম্পতি পরিণয়সূত্রে আবদ্ধ হবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য দিয়েছে লায়ন্স ক্লাব গণবিবাহ আয়োজক কমিটি।
গণবিবাহ আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা অংশকুমার রায় জানিয়েছেন, ১৮ জোড়া ছেলে-মেয়ে এ দিন পরিণয়সূত্রে আবদ্ধ হবেন। তাদের মধ্যে মাত্র একজোড়া এসেছে শিলচর থেকে, বাকি সবাই চা বাগান এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে গরিব পরিবারের ছেলেমেয়েদের বিয়ের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে এ দিন তিনি বলেছেন, নব দম্পতিকে এই বিয়ের অনুষ্ঠানে এক মাসের রেশন সামগ্রী সহ অন্য আনুষঙ্গিক সামগ্রীও দেওয়া হয়ে থাকে। এরমধ্যে থালা-বাসন বিছানাপত্র ও অন্য সামগ্রীও থাকে।
বর ও কনে দুপক্ষেরই প্রচুর লোকজন এই অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সুন্দর আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করতে উপস্থিত থাকেন। তিনি এও জানান, নববিবাহিত বধূকে সোনা দেওয়ার যে প্রকল্প রাজ্য সরকার চালু করেছে, এই নবদম্পতিদের তা দেওয়া যায় কি না সে ব্যাপারেও লায়ন্স ক্লাব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সাংবাদিক সম্মেলনে লায়ন্স ক্লাব সভাপতি ডাঃ এম মাসুম, সম্পাদক সুমিত দাস প্রমুখ উপস্থিত ছিলেন।