India & World UpdatesBreaking News

ভাষা শিক্ষার নামে জোর করে হিন্দি চাপালে হবে না, বলেছেন সিদ্ধারামাইয়া-কুমারস্বামী
In the name of learning languages, imposition of Hindi will be not be tolerated, says Siddharamaiya-Kaumaraswamy

৩ জুন : হিন্দি ভাষা বাধ্যতামূলক করা নিয়ে তরজার লড়াই তুঙ্গে। জাতীয় শিক্ষা নীতির খসড়ায় রয়েছে এই সুপারিশ৷ আগেই এ নিয়ে বিরোধিতায় সুর চড়িয়েছিল তামিলনাড়ু৷ এ বার সোচ্চার হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া৷ এই ব্যবস্থা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রাজ ঠাকরের নবনির্মাণ সেনা৷

কর্নাটকের ক্ষমতা নিয়ে সিদ্দারামাইয়া-কুমারস্বামী বিবাদ অজানা নয়। কিন্তু অ-হিন্দিভাষী রাজ্যেও বাধ্যতামূলক হবে হিন্দি৷ জাতীয় শিক্ষানীতির এই খসড়া প্রস্তাবের একযোগে বিরোধিতা করছেন দু’জনেই৷ সিদ্দারামাইয়া সোমবার তাঁর প্রতিবাদ ট্যুইটে জানান, এই প্রস্তাব আমাদের অনুভূতির পরিপন্থী৷ তাঁর মতে, জোর করে হিন্দি আরোপের বিষয়টি মেনে নেওয়া যায় না।

একইসঙ্গে সিদ্দারামাইয়ার দাবি, হিন্দি চাপিয়ে দেওয়ার বদলে কেন্দ্র যেন দেশের আঞ্চলিক সত্ত্বাকে স্বীকৃতি দেয় ও বিকাশের সুযোগ করে দেয়৷ প্রত্যেক মানুষ যেন তাদের মাতৃভাষা ও সংস্কৃতি অনুযায়ী নিজেকে মেলে ধরার সুযোগ পান৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী তাঁর ট্যুইটে জানান, তৃতীয় ভাষা শিক্ষার নামে যেন হিন্দি ভাষাকে জোর করে আরোপ না করে কেন্দ্র৷ এ বিষয়ে আরও মতামতের ভিত্তিতে যেন এগোনো হয় তা দেখা উচিত।

মহারাষ্ট্রের নবনির্বাণ সেনার তরফেও জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করা হয়৷ তাদের তরফে বলা হয়, হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়৷ তাই তা চাপিয়ে দেওয়ার যেন চেষ্টা করা না হয়৷ তবে কেন্দ্রের তরফে ইতিমধ্যেই মন্ত্রী প্রকাশ জাভড়েকর আশঙ্কা উড়িয়ে বলেছেন, খসড়া রিপোর্ট এখনই অনুমোদন হচ্ছে না৷ এক্ষেত্রে আলোচনার অবকাশ রয়েছে৷

উল্লেখ্য, প্রাক্তন ইসরো চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন কমিটির তৈরি খসড়া অনুযায়ী, স্কুলশিক্ষায় তিনটি ভাষা শেখানো প্রয়োজন। হিন্দিভাষী রাজ্যে হিন্দি, ইংরেজির পাশাপাশি ছাত্রছাত্রীরা যে কোনও ভাষা বেছে নিতে পারে। অ-হিন্দিভাষী রাজ্যে হিন্দি, ইংরেজির সঙ্গে ছাত্রছাত্রীরা একটি আঞ্চলিক ভাষা শিখতে পারে। যার অর্থ, তামিলনাড়ু, অন্ধ্র, কেরলের মতো রাজ্যেও হিন্দি শেখা বাধ্যতামূলক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker