AnalyticsBreaking News

In order to avoid forgery by miscreants don’t write 20 but 2020 in this new year
শুধু ২০ নয়, অহেতুক ঝামেলা এড়াতে নতুন বছরে সাল লিখুন ২০২০

৩১ ডিসেম্বর : আর মাত্র কয়েক ঘন্টা। বিদায় নেবে ২০১৯, আসবে ২০২০। সালটা উচ্চারণ করতে গিয়েও ভাল লাগবে, টুয়েনন্টি টুয়েনন্টি। ঠিক যেন ২০-২০ ম্যাচ। হালকা কথায় বললে, টুয়েনন্টি টুয়েনন্টি ফরম্যাটে যেমন দীর্ঘ কোনও ব্যাপার নেই। সবকিছুই হয়ে যায় অনেক কম সময়ে। তেমনি নতুন বছরেও খুব কম সময়ে সব কাজ আমরা করে নেব, এই প্রত্যয় নিয়ে নতুন সালকে বরণ করতে চলেছি আমরা। কিন্তু এ সবের মধ্যেও সচেতন থাকার একটা ব্যাপারও রয়েছে। নতুন সালটা লেখার ক্ষেত্রে সজাগ থাকা ভাল। সোশ্যাল মিডিয়ায়ও এ নিয়ে কয়েকজন চিন্তা ব্যক্ত করেছেন। তারা বলছেন, এই বছরটিতে কোনও ধরনের নথিপত্র বা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রে পূর্ণাঙ্গ ফরম্যাটে তারিখ লেখাই ভালো হবে।

Rananuj

উদাহরণ হিসেবে বলা যায়, ০১-০১-২০২০ বা ৩১-১২-২০২০। এ ভাবে তারিখটিকে পূর্ণাঙ্গভাবে লেখা। যারা এর পক্ষে কথা বলেছেন, তাদের যুক্তি হলো কেউ যদি ০১-০১-২০ লিখেন, তাহলে কোনও অসাধু ব্যক্তি সেটি সহজেই সামনে দুটো শূন্য দিয়ে ০১-০১-২০০০ বানিয়ে দিতে পারবে বা ২০-র পর যে কোনও দুটি সংখ্যা বসিয়ে দিতে পারবে। ফলে ব্যাংকের চেক বা ব্যবসা বাণিজ্যের কাগজপত্রের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতি বা ক্ষতি করার সুযোগ তৈরি হতে পারে।

এ সব কারণে নতুন বছরে তারিখ লেখার ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ অনেকেই শেয়ার করছেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের দাবি, তারিখ নিয়ে এ সমস্যাটি শুধু ২০২০ সালেই দেখা দেবে।  চেকের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, কারণ চেকের পাতায় ঠিকমতো তারিখ না লেখা হলে কর্মকর্তারা সেটি গ্রহণ করেন না। কিন্তু সবকিছুর পরও নতুন বছরের একেবারে শুরুতে কাউকে সতর্ক করে দেওয়া যেতেই পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker