NE UpdatesIndia & World UpdatesBreaking News

জিরিবাম-জিরিঘাট দূরত্ব বেড়ে গেল!
ILP increases distance between Jiribam & Jirighat!

৪ জানুয়ারি: ইনার লাইন পারমিট দূরত্ব বাড়িয়ে দিল মণিপুরের জিরিবাম আর কাছাড়ের জিরিঘাটের মধ্যে৷

Rananuj

দুই রাজ্যের দুই অঞ্চলের সীমা বেঁধে দিয়েছে জিরি নদী৷ অঞ্চলদুটিকে জুড়ে রেখেছে এক পাকা সেতু৷ এতদিন দুটোই নিজ রাজ্যের প্রান্তিক এলাকা বলে এদের মধ্যে মিলের জায়গাটাই বেশি৷ জিরিবামের মানুষের যেমন বাইরের সঙ্গে যোগাযোগে অসমের কাছাড় জেলাই প্রধান ভরসা৷ মণিপুরের সামান্য যেটুকু রেললাইন রয়েছে, তা কাছাড়ের সঙ্গেই জুড়ে রয়েছে৷ সড়কপথেও ইম্ফল হয়ে বেরনোর চেয়ে শিলচর হয়ে যাওয়াই সহজতর৷ অন্যদিকে কাছাড় জেলার জিরিঘাট, দীঘলি-লক্ষীছড়া, লক্ষ্মীনগর প্রভৃতি পঞ্চায়েত এলাকা জিরিবামের ওপর বেশ নির্ভরশীল৷

স্কুল-কলেজ যাওয়া কি ডিজেল-পেট্রল কেনার জন্য কাছাড়ের চেয়ে জিরিবামটাই কাছে৷ উপার্জনের জন্যও তিন পঞ্চায়েতের তারা জিরিবামকে বেছে নেন৷ অনেকের বাড়ি জিরি নদীর এ পারে, দোকান ও পারে৷ শ্রমিক, দিনমজুরদেরও ভরসা মণিপুরের ওই এলাকা৷ কিন্তু আইএলপি যেন আচমকাই দুই রাজ্যের বিভাজনটাকে প্রকট করে তুলল৷ জিরিবামের মানুষের অবশ্য তাতে সমস্যা নেই৷ নতুন গেট পারাপারে তাদের সমস্যা নেই৷ কাছাড়ে ঢোকাও তাদের কাছে আগের মতই৷

কিন্তু নদীর পারে গেট বসানোয় কাছাড় জেলার কেউ আর অবাধে ও পারে যেতে পারছেন না৷ আইএলপি কাউন্টারে চার রকমের কার্ডের ব্যবস্থা রয়েছে৷ কাছাড়ের নিত্য যাতায়াতকারীদের জন্য অস্থায়ী আইএলপিরই প্রয়োজন৷ এর শর্ত হচ্ছে, ভারতীয় নাগরিক হিসাবে নথির প্রতিলিপি এবং এককপি ফটো জমা করতে হয়৷ ফি ১০০ টাকা৷ এক কার্ডে ১৫ দিন যাতায়াত করা যায়৷ কিন্তু ১৫ দিন পরপর ওই কার্ড করাও কম হ্যাপা নয়৷

তাই কাছাড় জেলার তিন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা জিরিবামের জেলাশাসক রাজকুমার মায়াং লামবমের সঙ্গে সাক্ষাৎ করেন৷ মণিপুর সরকারের কাছে দাবি জানান আইএলপি গেটটা একেবারে সীমা বরাবর না বসিয়ে পেট্রল পাম্প, বাজার ও স্কুল-কলেজের পরে বসানোর জন্য৷ বিজেপি নেতা থৈবা সিংহের নেতৃত্বে প্রতিনিধি দলটি মিজোরাম, নাগাল্যান্ডের উদাহরণ দেন৷ ওই দুই রাজ্য ক্রমে ভাইরেংটি এবং ডিমাপুরকে গেটের বাইরে রেখেছে৷ জিরিবামের জেলাশাসক বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলার আশ্বাস দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker