Barak UpdatesHappeningsBreaking News
দা নিয়ে ঘোরা প্রধানশিক্ষককে সাসপেন্ড করতে লিখলেন জেলাশাসক
ওয়েটুবরাক, ৭ নভেম্বর : দা কাঁধে স্কুলে ঘুরছিলেন প্রধান শিক্ষক। ছাত্র-শিক্ষক সবাইকে দা দেখিয়ে শাসানি দিচ্ছিলেন৷ শিলচর শহরের রাধামাধব বুনিয়াদী বিদ্যালয়ের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালে জেলাশাসক রোহনকুমার ঝা নিজে বিষয়টি খতিয়ে দেখেন৷ পরে বিভাগীয় ডিরেক্টরকে চিঠি লিখে প্রধান শিক্ষক ধৃতিমেধা দাসকে সাসপেন্ড করার সুপারিশ করেন৷
শনিবার স্কুলের ভেতরে লাল গেঞ্জি পরে দা কাঁধে ঘুরতে থাকার ঘটনায় বিশাল অঞ্চল জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ অবশ্য খবর পেয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষক ধৃতিমেধা দাসের কাছ থেকে দা বাজেয়াপ্ত করে ৷ কাছাড় জেলার বিদ্যালয় সমূহের উপ-পরিদর্শক পারভেজ নিহাল হাজারি জানান, ধৃতিমেধা তাকে জানিয়েছেন, ছাত্রদের তিনি দা দেখাননি৷ স্কুলে তেরোজন শিক্ষক রয়েছেন৷ তাঁরা তাঁর কথা শোনেন না৷ তাদের ভয় দেখাতেই তিনি দা কাঁধে নিয়েছিলেন৷ আবার পুলিশের কাছে ধৃতিমান জানিয়েছিলেন, তিনি কাউকে ভয় দেখাতে নয়, জঞ্জাল সাফাইয়ের জন্য দা নিয়েছিলেন৷ এটি স্কুলেরই দা৷