Barak UpdatesBreaking News
সাংমা প্রস্তাব দিলে নাজিয়াকে সমর্থনের কথা ভাবা যেতে পারেঃ আজমলIf Sangma proposes then the issue of supporting Nazia may be considered: Ajmal
৩১ মার্চঃ এনপিপি নেতা কনরাড সাংমা বা তাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রস্তাব দিলেই শিলচর আসনে নাজিয়া ইয়াসমিন মজুমদারকে সমর্থনের কথা ভাবা যেতে পারে। রবিবার বাঁশকান্দিতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল। তিনি করিমগঞ্জে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে প্রচারের জন্য এ দিন বরাক উপত্যকায় আসেন।
সাংবাদিকদের সঙ্গে আলোচনায় নাজিয়ার অনুরোধের প্রসঙ্গ আসে। এআইইউডিএফ শিলচর আসনে প্রার্থী না দেওয়ায় এনপিপি প্রতিদ্বন্দ্বী নাজিয়া ইয়াসমিন তাদের সমর্থন চেয়েছিলেন। আজমল সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে কনরাড সাংমার কোর্টে বল ঠেলে দেন। বলেন, এনপিপি হাইকমান্ড তো এখনও কিছু বললেন না। বললে ভেবে দেখা যেতে পারে।
শিলচর আসনে প্রার্থী না দেওয়ার কারণ হিসেবে আজমল ব্যাখ্যা করেন, এ বারের নির্বাচনে তাদের মূল শত্রু বিজেপি। যে কোনও ভাবে তাদের ক্ষমতা ফেরা ঠেকাতে হবে। সে জন্যই শুধু তিন আসনে প্রার্থী দিয়ে বাকিগুলি ছেড়ে দেওয়া হয়েছে।
একটাই উদ্দেশ্য, অবিজেপি ভোট যত কম বিভাজিত হয়। একে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া বলতে তীব্র আপত্তি তাঁর। এআইইউডিএফ সুপ্রিমোর দাবি, কারও সঙ্গে গোপন বোঝাবুঝি হয়নি তাঁদের। বিজেপিকে আটকাতে গিয়ে কারও লাভ হয়ে গেলে তাতে তাঁদের কিছু যায়-আসে না।
English text here