India & World UpdatesBreaking News

কার্যালয়ের ১-২ কর্মী আক্রান্ত হলে পুরো ভবন সিল নয়, নির্দেশিকা কেন্দ্রের
If 1 or 2 employees test +ve, then no need to seal entire building: Centre

১৯ মে : দেশে করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গেছে। এর প্রেক্ষিতে সারা দেশজুড়ে লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু চতুর্থ দফার এই লকডাউনে সরকার শর্তসাপেক্ষে কিছু ছাড়ও দিয়েছে। সরকারি-বেসরকারি কার্যালয় খোলা, অটো ক্যাব ও বাস চলাচল শুরু করা, সব ধরনের দোকান খোলা ইত্যাদি বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন কার্যালয় ও অন্যান্য বিভিন্ন দফতরে কীভাবে কাজ হবে, কোন কোন বিষয়কে প্রাধান্য দিতে হবে, কী করতে হবে আর কী করতে হবে না, এসব বিষয়ে গাইডলাইন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিটি কার্যালয়ে দুজন কর্মীর মধ্যে এক মিটার দূরত্ব রাখতে হবে। ফেস কভার অথবা মাস্ক লাগানো আবশ্যক। হাত নোংরা না হলেও প্রত্যেক কর্মচারীকে বারবার ৪০ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত হাত ধোয়ার জন্য বাধ্য করতে হবে। কম করেও ২০ সেকেন্ড পর্যন্ত অ্যালকোহল যুক্ত স্যানিটাইজারের ব্যবহার করতে হবে। হাঁচি অথবা কাশির সময় এটিকেটস এর নজর দিতে হবে। প্রত্যেকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং শরীরে সামান্য সমস্যা হলে প্রতিষ্ঠানকে জানাতে হবে।

এ দিকে কর্মচারীদের মধ্যে কারোর ফ্লু-এর মতো লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে কার্যালয় থেকে পাঠিয়ে দিতে হবে এবং স্থানীয় প্রশাসনের পরামর্শ নিতে হবে। আবার যদি এমন কোনও কর্মচারী পাওয়া যায়, যার করোনা পজিটিভ ধরা পড়েছে, তাহলে সে ব্যাপারে দ্রুত প্রতিষ্ঠানকে জানাতে হবে। আবার যদি কোনও কর্মচারী কনটেইনমেন্ট জোনের বাসিন্দা হোন এবং তিনি যদি হোম কোয়ারান্টিনে থাকতে চান, তাহলে প্রতিষ্ঠানকে এ ব্যাপারে অনুমতি দিতে হবে।

অন্যদিকে কোনও কার্যালয়ে যদি এক বা দুজন করোনা আক্রান্ত হন, তাহলে ওই ব্যক্তি গত ৪৮ ঘণ্টায় যে যে স্থানে গিয়েছেন, সেই স্থানগুলোকে ডিস ইনফেক্ট করতে হবে। এমন ঘটনায় পুরো কার্যালয় বন্ধ করা জরুরি নয়, কার্যালয় ডিস ইনফেক্ট করার পর সেখানে পুনরায় কাজ শুরু করা যেতে পারে। আবার যদি কোনও কার্যালয়ে বেশি সংখ্যক ব্যক্তি সংক্রমিত হন, তাহলে পুরো ভবনটি ৪৮ ঘন্টা বন্ধ করে রাখতে হবে। এমন হলে পুরো ভবন খুব নিখুঁতভাবে ডিস। ইনফেক্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না ভবনটিকে পুরো ফিট বলে ঘোষণা করা হবে, ততদিন পর্যন্ত সব কর্মচারীকে ঘর থেকেই কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker